‘নোংরা রাজনীতির শিকার বিরাট-রোহিত…’, প্রাক্তন ক্রিকেটারের নিশানায় বোর্ড

‘নোংরা রাজনীতির শিকার বিরাট-রোহিত…’, প্রাক্তন ক্রিকেটারের নিশানায় বোর্ড

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু তাঁদের এই ‘আচমকা’ অবসরকে মোটেও ভালো নজরে দেখছেন না দেশের প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউড়ি। তিনি মনে করেন, নোংরা রাজনীতির শিকার হয়েছেন দুই ক্রিকেটার।

ঘাউড়ি বলেন, “আরও কয়েক বছর সহজেই টেস্ট খেলতে পারত বিরাট। কিন্তু কিছু বিষয় ওকে অবসর নিতে বাধ্য করল। দুর্ভাগ্যের বিষয়, ওকে বিদায়ী সংবর্ধনাও পর্যন্ত দেওয়া হল না। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অনস্বীকার্য। এটা ওর প্রাপ্য ছিল। কিন্তু ভারতীয় বোর্ড সেসবের ধার ধারল না।”

এরপর এককদম এগিয়ে প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য, “এখন বোর্ডের অন্দরে রাজনীতি। তারই শিকার বিরাট এবং রোহিত। হয়তো দুই ক্রিকেটারকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল। ওরা এভাবে ছাড়তে চায়নি। কিন্তু নির্বাচকদের ভাবনা ছিল আলাদা। এটা একেবারে নোংরা একটা রাজনীতি।”

রোহিত এবং বিরাট দু’জনের সামনেই এখন রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সফর। ১৯ অক্টোবর থেকে অজিভূমে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে ‘রো-কো’ জুটি এখন থেকেই অনুশীলনে নেমে পড়েছেন। সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট অবদানের কথা ভেবে রোহিত-কোহলিকে বিদায়ী সংবর্ধনার কথাও ভেবে রেখেছে অস্ট্রেলিয়া বোর্ড। অর্থাৎ, দেশে ফেয়ারওয়েল না পেলেও অস্ট্রেলিয়ায় জমকালো বিদায়ী সংবর্ধনা পেতে চলেছেন দুই কিংবদন্তি ক্রিকেটার। এই আবহে বিরাট-রোহিতের অবসর প্রসঙ্গে ঘাউড়ির মতো প্রাক্তন ক্রিকেটারের নিশানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *