রমেন দাস: নজিরবিহীন অশান্তিতে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয়। একদিকে শিক্ষামন্ত্রীর উপর হামলা, আরেকদিকে আহত ছাত্রছাত্রীদের সামলানো। দুয়ের ভারসাম্য রাখতে গিয়ে তিনিও আক্রান্ত হয়েছেন। জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, একটু-আধটু ধাক্কাধাক্কিও হয়েছে। তার জেরে সাময়িক অসুস্থ হয়ে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। শনিবার দিনভর এসবের মাঝে তাঁর রক্তচাপও বেড়েছে। আপাতত বিশ্রামে রয়েছেন।

তবে রবিবার খানিকটা সুস্থ উপাচার্য। গোটা ঘটনা কীভাবে দেখছেন? ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর এই প্রশ্ন শুনে হাসিমুখে বলছেন, ”দেখুন শিক্ষার পরিবেশ তো নষ্ট হচ্ছেই। তবে আমি নৈরাশ্যবাদী নই। এই বিশ্ববিদ্যালয়ে অনেক পরিস্থিতি, অনেক জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে। উপাচার্যদের উপরও তার প্রভাব পড়েছে। কিন্তু শেষপর্যন্ত আমি আশাবাদী। আবার বিশ্ববিদ্যালয় আগের গৌরব ফিরে পাবে।”