নুসরতকে ছাড়াই গণপতি আরাধনা যশের! বিচ্ছেদই ভবিতব্য?

নুসরতকে ছাড়াই গণপতি আরাধনা যশের! বিচ্ছেদই ভবিতব্য?

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেমনটা সংবাদ প্রতিদিন আগেই জানিয়েছিল, বুধবার সেটাই যেন ফলে গেল! ছেলে ঈশানকে নিয়ে মঙ্গলবার একাই জন্মদিন পালন করেছেন নুসরত জাহান। অন্যদিকে গণেশ চতুর্থীর পুজোয় যশ দাশগুপ্তের পাশে নেই অভিনেত্রী। দুই তারকাই নিজেদের সোশাল মিডিয়ায় দিনযাপনের ফ্রেমবন্দি মুহূর্ত পৃথকভাবে তুলে ধরেছেন। আর সেসব ছবি দেখেই আবারও যশরত জুটির বিচ্ছেদের জল্পনা জোড়াল হল!

‘রক্তবীজ ২’-এর হিট আইটেম সংয়ে নুসরত জাহানের নাচ যখন গোটা সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে, ঠিক সেই মুহূর্তেই নায়িকাকে ঘিরে আরেকটি খবরের গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। নানা মহলে কান পাতলে শোনা যাচ্ছে, ‘অর্ডার ছাড়াই বর্ডার ক্রস’ করেছেন অভিনেত্রীর ‘প্রেমিক’ যশ দাশগুপ্ত! ঘনিষ্ঠ সূত্রে খবর, যশ নাকি তাঁর ‘প্রাক্তন’ প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে একটি বহুতলে ‘সহবাস’ করছেন। সব জানার পর নুসরত সিদ্ধান্ত নিয়েছেন, যশের সঙ্গে তিনি আর থাকবেন না। আর সেই কারণেই মঙ্গলবার, ছেলের জন্মদিনে ‘একা’ কাটালেন নায়িকা। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এমনই। অভিনেত্রীর শেয়ার করা ছবিতেই দেখা গেল, সুইমিং পুলে ছেলে ঈশানের ঠোঁটে আদুরে চুম্বন নুসরতের। আশেপাশে নেই যশ। চব্বিশ ঘণ্টার ব্যবধানে নিজের গণেশ চতুর্থী উদযাপনের ঝলক দেখালেন অভিনেতাও। যেখানে পাশে দেখা গেল না নুসরতকে। একা হাতে পুজোর আয়োজন করতে দেখা গেল যশকে।

দিন কয়েক আগেই জন্মাষ্টমীর দিন বাড়িতে একসঙ্গে পুজো সেরেছিলেন যশ-নুসরত। আর কয়েক দিনের ব্যবধানেই সেই সমীকরণ বদলে গেল! কিন্তু কেন? শোনা গিয়েছে, যশ তাঁর প্রাক্তন প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে গত পাঁচ বছর ধরেই থাকছিলেন। নুসরতকে একাধিকবার এনিয়ে একাধিক লোক বলা সত্বেও প্রেমে ‘অন্ধ’ ছিলেন অভিনেত্রী। কান দিতে চাননি। ভরসা রেখেছিলেন নিজের ভালোবাসার উপর। কিন্তু সম্প্রতি পুরোটা জানতে পারেন নুসরত। মেনে নিতে পারেননি তিনি। ভেঙে পড়েছিলেন। তারপরেই নাকি যশের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন নুসরত। এবার তারকাজুটিকে আলাদা ফ্রেমে দেখে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিচ্ছেদই ভবিতব্য?

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Yash Daasguptaa (@yashdasgupta)

প্রসঙ্গত, নুসরত জাহান ও যশের সম্পর্ক নিয়ে নানা মহলে নানা জল্পনা শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। যদিও সোশাল মিডিয়ায় যশের একটি পোস্ট লাইক করেছেন নুসরত এবং আনফলো করার পরও ফের একে অপরকে ফলো করেছেন। যশের ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ করায় যেভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, সেই ‘আইটেম’ সংয়ের হিট নিশ্চয়ই সেই ক্ষতে প্রলেপ দেবে। তবে ভালোবাসায় ধাক্কা খাওয়ার ক্ষততে প্রলেপ দিতে কিন্তু সময়ই অব্যর্থ ওষুধ।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *