সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনামী বরাবরই ফ্যাশন সচেতন। নিত্যনতুন ভাবনার পোশাকে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন। যে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন। কখনও প্লাস্টিকের ফ্রক, নকশিকাঁথার গাউন, কখনও তাঁর শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, আবার কখনও অ্যাকোরিয়াম ব্যাগ হাতে বা দড়ির পোশাকে মোহময়ী মনামী ঘোষ। সাজগোজে তাক লাগাতে অভিনেত্রীর জুড়ি মেলা ভার! এবারও তাঁর ফ্যাশন স্টেটমেন্টে চমক। ধরা দিলেন নীলাম্বরী লুকে।
পরনে সাদা কাঞ্জিভরম শাড়ি। রং মিলান্তি ব্লাউজ। কপালে নীল টিপ। হাতে নীল আলতা। নীল চুড়ি। গলায় আঁকা তিনটি নীল রঙের বিন্দু। নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ভিটামিন এম এন্টারটেনমেন্ট’-এর অনুষ্ঠানে নীলাম্বরী লুকেই ধরা দিলেন মনামী ঘোষ। কোন বিশেষ কারণে এহেন সাজপোশাক? আসলে মঙ্গলবার নিজের মিউজিক সংস্থা লঞ্চ করলেন অভিনেত্রী। যার নামকরণও করেছেন নিজের নামের আদ্যাক্ষরে- ‘এম মিউজিক’। যে সংস্থার ব্যানারে আগামী দিনে গান তৈরির পরিকল্পনা রয়েছে মনামীর। আর সেই বিশেষ কারণেই এহেন বিশেষ সাজ।
প্রসঙ্গত, গতবছর মনামীর সংস্থার গান ‘আইলো উমা বাড়িতে’ দুর্গাপুজোর সময়ে ঝড় তুলে দিয়েছিল নেটভুবনে। অভিনেত্রীর নাচেও মুগ্ধ হয়েছিলেন দর্শক-অনুরাগীরা। আর এবার পুজোর মরশুমে নতুন গান রিলিজের কথা জানালেন মনামী। লক্ষ্য, নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া। তবে যাবতীয় বিষয় সরিয়ে লাইমলাইট কেড়ে নিল মনামীর নতুন নীলাভ ফ্যাশন স্টেটমেন্ট। অভিনেত্রীর পরামর্শ, ‘যাঁরা লাল আলতায় সাজেন, তাঁরা এবার নীল আলতা পরতে পারেন।’ তবে এখনই নেপথ্যের কারণ ফাঁস করতে নারাজ তিনি। পরবর্তী মিউজিক ভিডিওতেই এই নীলাম্বরী লুকের রহস্য ফাঁস হবে বলে জানালেন মনামী ঘোষ।