সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার জুতোয় পা গলিয়ে বিলেতের মাটিতে দুরন্ত পারফর্ম অধিনায়ক শুভমান গিলের। ব্যাট হাতে তো বটেই, নেতৃত্বেও মন জয় করে নিয়েছেন তিনি। অনবদ্য লড়াইয়ে সিরিজ ড্র করে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। আর এরপরই গিলের সই করা সেই জার্সি ওঠে নিলামে। যার দাম উঠল প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা!
অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে লর্ডসে যে জার্সিটি গিল পরেছিলেন, সেটিই স্বেচ্ছাসেবী সংস্থা রেড ফর রুথের জন্য নিলামে তোলা হয়েছিল। গিলের জার্সির পাশাপাশি নিলামে ওঠে দুই দলের সই করা শার্ট, টুপি, ছবি, ব্যাট ইত্যাদি। এর মধ্যে সর্বোচ্চ দাম ওঠে গিলের জার্সিটিরই। ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫ লক্ষ ৪১ হাজার টাকায় তা বিক্রি হয়। এরপরই চড়া দাম পায় জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার জার্সি। দু’টি জার্সিরই মূল্য ৪ লক্ষ ৯৪ হাজার টাকা। এদিকে লর্ডসে সেঞ্চুরি হাঁকানো কেএল রাহুলের জার্সিটি বিক্রি হয় ৪ লক্ষ ৭০ হাজার টাকা।
নিলামে ইংল্যান্ড দলের জো রুটের জার্সিটির সর্বোচ্চ দাম ওঠে। ইংলিশ ব্যাটারের জার্সি কিনতে হয় ৪ লক্ষ ৪৭ হাজার টাকায়। টুপির ক্ষেত্রেও রুটের সই করা টুপির দামই সর্বোচ্চ। তিন লক্ষ ৫২ হাজার টাকা। সেই তালিকায় দ্বিতীয় স্থানে ঋষভ পন্থের টুপি। দাম ১ লক্ষ ৭৬ হাজার টাকা। অধিনায়ক বেন স্টোকসের জার্সির মূল্য ৪ লক্ষ টাকা।
তবে এই নিলাম এই প্রথম নয়। প্রতি বছরই লর্ডস টেস্টের একটি দিন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রসের ফাউন্ডেশন রেড ফর রুথের জন্য উৎসর্গ করা হয়। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন তাঁর স্ত্রী। তাঁকে শ্রদ্ধা জানিয়েই ক্রিকেটার থেকে সম্প্রচারকারী সংস্থার কর্মী, সকলেই টেস্টের একদিন লাল পোশাক পরেন। আর সেই ফাউন্ডেশনের পাশে দাঁড়াতেই এবার নিলামে তোলা হয়েছিল গিলদের জার্সি।