সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে জালিয়তির অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেশের নির্বাচন কমিশনকে ‘মৃত’ বলে আখ্যা দিয়ে অ্যাটম বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছেন রাহুল। সেই চ্যালেঞ্জের পালটা এবার মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাহুলকে তাঁর পরামর্শ, ”যদি অ্যাটম বোমা থেকে থাকে তবে অবশ্যই তা ফাটানো উচিৎ।”
শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে রাহুল বলেন, “দেশের নির্বাচনী ব্যবস্থা আর বেঁচে নেই। আজ অত্যন্ত অল্প সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী।” ২০২৪-এর নির্বাচনে ১৫টি আসনে জালিয়াতি হয়েছে বলে দাবি করেন রাহুল। একইসঙ্গে বলেন, “আমাদের সন্দেহ ৭০ থেকে ৮০ টি আসনে জালিয়াতি হয়েছে। সেক্ষেত্রে ওনার (নরেন্দ্র মোদি) প্রধানমন্ত্রী পদে বসার কোনও যগ্যতাই নেই।” রাহুল আরও বলেন, “নির্বাচন কমিশন বলে কোনও প্রতিষ্ঠান আর নেই। তা ধ্বংস হয়ে গেছে এবং দখল হয়ে গেছে। বিহারেও ভোট চুরির সঙ্গে জড়িত নির্বাচন কমিশন। এই বিষয়ে আমাদের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে। যা অ্যাটম বোমার মতো। এর বিস্ফোরণ ঘটালে কমিশন লুকোনোর জায়গা পাবে না।”
রাহুলের মন্তব্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। যদিও এই বিষয়ে খুব একটা ভাবিত নয় বিজেপি। বরং রাহুলের মন্তব্যের পালটা এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “রাহুল বলছেন তাঁর কাছে অ্যাটম বোমা আছে। যদি সত্যিই তা থাকে, তবে সেটা এখনই ফাটানো উচিৎ। তবে বোমা ফাটানোর সময় ওনার খেয়াল রাখা উচিৎ, বিস্ফোরণে আপনি নিজে না যেন উড়ে যান।’’
রাহুল গান্ধীর এমন দাবি যে নতুন কিছু নয় অতীতের প্রসঙ্গ তুলে সেটাও মনে করিয়ে দিয়েছেন রাজনাথ। তিনি বলেন, “এর আগেও একাধিকবার সংসদে দাঁড়িয়ে রাহুল বলেছেন তাঁর ভাষণে সংসদে ভূমিকম্প হবে। যদিও শেষ পর্যন্ত গোটা বিষয়টি নিস্তেজ হয়ে যায়। অতীতের সে কথা সকলের মনে রয়েছে। ফলে এটাও নতুন কিছু নয়।” কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। তার কাজ নিয়ে প্রশ্ন তোলা উচিৎ নয়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে এত নিম্নমানের বক্তব্য দেওয়া বিরোধী দলনেতার পক্ষে শোভনীয় নয়।”