নির্জন রাস্তায় বোরখা পরিহিত মহিলার স্তন খামচে ধরল যুবক! চাঞ্চল্য যোগীরাজ্যে

নির্জন রাস্তায় বোরখা পরিহিত মহিলার স্তন খামচে ধরল যুবক! চাঞ্চল্য যোগীরাজ্যে

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোরখা পরিহিত এক মহিলার যৌন হেনস্তায় অভিযুক্ত এক যুবক। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কীভাবে আচমকাই তাঁকে নিগ্রহ করে দ্রুত পালিয়ে যাচ্ছে অভিযুক্ত। উত্তরপ্রদেশের মোরাদাবাদে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে।

মোরাদাবাদের গোল কুঠি ওয়ালির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, নির্যাতিতা একা হেঁটে আসছেন রাস্তা দিয়ে। আচমকাই তাঁর পিছনে দেখা যায় যুবকটিকে। সে চুপচাপ হেঁটে আসে। তারপরই ঝাঁপিয়ে পড়ে মহিলার স্তন খামচে ধরে। মহিলা আপ্রাণ চেষ্টা করতে থাকেন নিজেকে তার কবল থেকে মুক্ত করার। কোনওমতে নিজের কাজে সফল হলে সেখান থেকে দৌড়ে পালায় অভিযুক্ত। পুলিশ ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে। পুরো বিষয়টিই তদন্ত করে দেখা হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই যুবককে শনাক্ত করা যায়নি।

বারে বারে নারী নির্যাতনের ঘটনায় শিরোনামে উঠে এসেছে উত্তরপ্রদেশ। এহেন পরিস্থিতিতে সাম্প্রতিক এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এলাকার বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই মোরাদাবাদ পুলিশ এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বিষয়টি নিয়ে বিবৃতি জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘এক যুবকের দ্বারা এক মহিলার নিগৃহীত হওয়ার ভাইরাল ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নাগফণী থানায় অভিযোগ দায়ের করে আগে থেকেই তদন্ত শুরু করা হয়েছে।’ সেই সঙ্গে পুলিশ আধিকারিকের ভিডিও বিবৃতিও সংযুক্ত করা হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *