নিম্নচাপের প্রভাব! দক্ষিণের সব জেলায় বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গও

নিম্নচাপের প্রভাব! দক্ষিণের সব জেলায় বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গও

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নিরুফা খাতুন: বঙ্গোপসাগর দানা বেঁধেছে নিম্নচাপ। তার জেরে আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং-সহ পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দু’দিনে আরও শক্তিশালী হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। তার জেরে বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি ও শুক্রবার উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি। বৃষ্টিপাত হয়েছে ১৭.৯ মিলিমিটার।

শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে।

অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি দু-এক পশলা বৃষ্টি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবারে বিক্ষিপ্ত দু এক জায়গায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। রবিবার থেকে ফের আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। লাগাতার বর্ষণের জন্য দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *