নিজেও যাচ্ছেন না, রাজ্যপালকেও মুর্শিদাবাদে না যাওয়ার অনুরোধ, কারণ ব্যাখ্যা মমতার

নিজেও যাচ্ছেন না, রাজ্যপালকেও মুর্শিদাবাদে না যাওয়ার অনুরোধ, কারণ ব্যাখ্যা মমতার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তপ্ত মুর্শিদাবাদে এখনও যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বিরোধীদের কুৎসার শেষ নেই। তার মাঝে বৃহস্পতিবারই মুর্শিদাবাদে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে তাঁকে সন্ত্রস্ত এলাকায় না যাওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর। কারণও ব্যাখ্যা করলেন তিনি।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের ঘরছাড়া ১৯ প্রতিনিধিকে নিয়ে রাজভবনে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপাল ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন। হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার ইচ্ছাপ্রকাশ করেন। সিদ্ধান্ত নেন বৃহস্পতিবারই মুর্শিদাবাদের উদ্দেশে পাড়ি দেবেন। একথা শোনার পরই মমতা তাঁকে মুর্শিদাবাদে না যাওয়ার অনুরোধ করেন। নবান্নে সাংবাদিক বৈঠকেই তিনি বলেন, “শান্তির বাতাবরণ ফিরে এসেছে। এখন এলাকাবাসীর আত্মবিশ্বাস বাড়াতে হবে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আমি তো যেতে পারতাম। যাচ্ছি না কেন? আমি যাব ঠিক সময়ে। আমি গেলে অন্যরা কেন যাবেন না। আইনের চোখে সকলে সমান। আমি অনুরোধ করব দয়া করে কিছুদিন অপেক্ষা করুন। রাজ্য মহিলা কমিশনও যেতে চেয়েছিল। যেতে দিইনি। আগে ওদের আত্মবিশ্বাসটা বাড়ুক। কারণ, বাইরে থেকে কেউ কেউ এসে অত্যাচার করেছে।”

একথা শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হন খোদ রাজ্যপাল। মুর্শিদাবাদে যাওয়ার সিদ্ধান্তে কোনও বদল হবে না বলে সাফ জানিয়ে দেন। রাজ্যপাল বোস বলেন, “মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেটা ওঁর অনুরোধ। দিল্লি গিয়েছিলাম, এবার মাঠে নামব। মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলব। বাস্তব পরিস্থিতি বুঝতে যাচ্ছি।” উল্লেখ্য, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। বাড়ি, দোকান ভাঙচুর। ঘরছাড়াও হন অনেকেই। ডিজি রাজীব কুমার খোদ এলাকায় যান। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এলাকায় শান্তি ফেরান। বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। রাজ্যের তরফে একটি সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যে সিটের তরফে তদন্তও শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *