নারী নিরাপত্তায় বড় পদক্ষেপ, SHe-Field পোর্টাল চালু যোগী সরকারের

নারী নিরাপত্তায় বড় পদক্ষেপ, SHe-Field পোর্টাল চালু যোগী সরকারের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


হেমন্ত মৈথিল, লখনউ: কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতে নারী নিরাপত্তায় এবার বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে SHe-Field পোর্টাল চালু করল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অভ্যন্তুরীণ কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ৮৪টি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে যারা এই পোর্টালে তথ্য আপলোড করবেন।

সরকারের তরফে জানানো হয়েছে, এই পোর্টাল রাজ্যের সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মরত মহিলাদের উপর ঘটা যে কোনও যৌন হেনস্থা, অশ্লীল অঙ্গিভঙ্গি, কুমন্তব্য বা কোনও রকম অপরাধ রুখতে কার্যকর করা হয়েছে। এখানে যে কোনও মহিলা তাঁর উপর ঘটা যৌন হেনস্থার অভিযোগ দায়ের করতে পারবেন। সেই অভিযোগ সরাসরি পাঠানো হবে ওই সরকারি বা বেসরকারী সংস্থার অভ্যন্তরীণ কমিটির কাছে। এই কমিটিকে ৯০ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে মহিলার পরিচয় গোপন রাখা হবে। একটি ট্র্যাকিং আইডি থাকবে অভিযোগকারী। সেই আইডির মাধ্যমে সমস্ত তথ্য পেতে থাকবেন তিনি।

এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের ৭৫টি জেলায় এই ব্যবস্থা শুরু করা হয়েছে। যে সংস্থায় ১০ বা তার বেশী কর্মী রয়েছেন সেখানে বাধ্যতামূলকভাবে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। কমিটিতে থাকবেন অন্তত ৫০ শতাংশ মহিলা সদস্য। কমিটির চেয়ারপার্সনও হবেন একজন মহিলা। এই বিষয়ে জোরদার প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। অসংগঠিত ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি সংস্থারও সাহায্য নেওয়া হবে।

রাজ্যের নারী কল্যাণ বিভাগের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যদি কোনও প্রতিষ্ঠান নির্দেশ অমান্য করে তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কমিটিতে কতজন সদস্য থাকবেন তা নির্ধারিত হবে সেই সংস্থায় কতজন কাজ করেন তার ভিত্তিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *