নামেই ক্যাপ্টেন কুল! মাঠেই গালিগালাজ ধোনির, বিস্ফোরক ভারতীয় দলের পেসার

নামেই ক্যাপ্টেন কুল! মাঠেই গালিগালাজ ধোনির, বিস্ফোরক ভারতীয় দলের পেসার

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি। যাকে একবাক্যে ক্রিকেটবিশ্ব চেনে ক্যাপ্টেন কুল নামে। সেই মহেন্দ্র সিং ধোনিও মেজাজ হারান। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনিও গালিগালাজ করেন। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ধোনির অধীনে দীর্ঘদিন খেলা পেসার মোহিত শর্মা। মোহিতের দাবি, একবার ধোনি এতটাই রেগে গিয়েছিলেন যে মাঠেই তাঁকে গালিগালাজ করেন।

মোহিতের কথা অনুযায়ী, কাণ্ডটি ঘটেছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-তে। কেকেআরের বিরুদ্ধে খেলার সময় মাঠেই মেজাজ হারিয়ে ওই পেসারকে নাকি গালিগালাজ করেন ক্যাপ্টেন কুল। ৩৬ বছরের পেসারের কথায়, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে চলাকালীন ঘটনাটি ঘটে। ধোনি ঈশ্বর পাণ্ডেকে বল করতে ডেকেছিলেন। কিন্তু মোহিতের মনে হয়েছিল, তাঁকেই বল করার জন্য ডাকা হচ্ছে। রান আপে গিয়ে তিনি দৌড় শুরু করতেই ধোনি চেঁচিয়ে বলেন, তাঁকে বল করতে ডাকা হয়নি। ধোনি চাইছিলেন ঈশ্বর পাণ্ডে বোলিং করুন। কিন্তু সেসময় বাধা দেন আম্পায়ার। তিনি জানান, যেহেতু মোহিতের রান আপ শুরু হয়ে গিয়েছে, তাই তাঁকেই বল করতে হবে। তাতেই প্রচণ্ড মেজাজ হারান ধোনি।

Mohit Sharma revealed that Dhoni had gotten angry on him after he misheard his instruction

মোহিতের কথায়, “অত্যন্ত রেগে গিয়েছিল মাহি ভাই। সকলের সামনেই আমাকে গালিগালাজ শুরু করে। প্রথম বলেই ইউসুফ পাঠানকে আউট করেছিলাম। সবাই যখন উচ্ছ্বাস করছিল, তখনও মাহি ভাই আমাকে গালিগালাজ করছিল। যদিও মুখে একটা হাসি ছিল।” যদিও পরক্ষণেই মোহিত মনে করিয়েছেন, অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ ধোনি। মাহি ভাই রেগে যেতে পারে, এটা বিশ্বাস করাই কঠিন। তবে রেগে গেলে ব্যাপারটা একটু ভয়েরই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *