সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকা ছাত্রীকে ফুঁসলিয়ে স্কুলের মধ্যেই ছাত্রীর সঙ্গে যৌনসঙ্গম শিক্ষকের! অভিযোগ, দিনের পর দিন স্কুলের শৌচালয়, ফাঁকা ক্লাসরুম এমনকী অভিযুক্তের অ্যাপার্টমেন্টেও শিক্ষকের যৌন লালসার শিকার হয়েছেন ১৭ বছর বয়সি ছাত্রী। দীর্ঘ ১৩ বছর পর অতীতের সেই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন নির্যাতিতা। এরপরই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার হাইস্কুলের। ওই স্কুলের সোশাল স্টাডিজের শিক্ষক ছিলেন ৪৫ বছর বয়সি রয়ান টি রামসে। পুলিশের দাবি অনুযায়ী, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন এই সময়কালের মধ্যে ১৭ বছরের ওই ছাত্রীর সঙ্গে লাগাতার যৌন সম্পর্ক করেছেন তিনি। গত ৭ ফেব্রুয়ারি পুলিশ প্রশাসনের সামনে এই ঘটনার কথা প্রকাশ করেন নির্যাতিতা ছাত্রী। তাঁর বয়ান অনুযায়ী, স্কুলে ‘অনলাইন ওয়ার্ড গেম’ চলাকালীন রামসের সঙ্গে প্রথম কথোপকথন শুরু হয় তাঁর। এরপর অল্প কিছুদিনের মধ্যে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। ছাত্রীর হলফনামা অনুযায়ী, ওই বছরের ১৫ ফেব্রুয়ারি প্রথমবার যৌন সম্পর্ক হয় তাঁদের। এরপর যতদিন তিনি স্কুলে ছিলেন তাঁদের মধ্যে যৌনসম্পর্ক জারি ছিল।
ছাত্রীর দাবি অনুযায়ী, এই সময়কালে যখন যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই শিক্ষকের দাবি মতো যৌনসম্পর্কে লিপ্ত হয়েছেন তাঁরা। তা সে শৌচালয় হোক বা ফাঁকা ক্লাসরুম। এমনকী রামসের অ্যাপার্টমেন্টেও একাধিকবার যৌনসম্পর্ক করেন দুজনে। স্কুলের প্রাক্তন ছাত্রীর একাধিক সহপাঠীও পুলিশের কাছে এই ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। যেখানে দাবি করা হয়েছে, নির্যাতিতা ছাত্রী সেই সময় তাঁদের কাছে এই ঘটনার কথা জানিয়েছিলেন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক রামসেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।