অসিত রজক, বিষ্ণুপুর: যৌন নির্যাতন ও সেই ভিডিও মোবাইল বন্দি করে রাখার অভিযোগে গ্রেপ্তার তরুণ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাসে। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি গত বছর ডিসেম্বর মাসের। ইন্দাস এলাকায় ওই নাবালিকার বাড়ি। প্রতিবেশী হিসেবে ওই তরুণকে সে কাকু বলে ডাকে। ডিসেম্বরের এক সন্ধ্যায় ওই নাবালিকা অভিযুক্তের বাড়ি গিয়েছিল। সেসময় তার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। শুধু তাই, ঘটনাটি মোবাইলে ভিডিও করেও সে রাখে বলে অভিযোগ। চলতি মাসে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ভিডিও ওই নাবালিকার মায়ের নজরে আসে। কালবিলম্ব না করে ওই পরিবার ইন্দাস থানায় ওই যুবকের নাম লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে গতকাল গভীর রাতে ওই তরুণকে গ্রেপ্তার করে।
ওই নাবালিকার পরিবারের তরফে জানানো হয়, ওই ঘটনার দিন তার শরীরে আঘাতের কথা বলেছিল। কিন্তু তখন মনে করা হয়েছিল, খেলতে গিয়ে চোট পেয়ে থাকতে পারে সে। প্রতিবেশী তরুণের লালসার শিকার হতে পারে বাড়ির মেয়ে! সেই আন্দাজও অভিভাবকরা করেননি বলে জানিয়েছেন। এ বিষয়ে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস জানান, রাতেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ওই নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। যে মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করা হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।