বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি কে হবেন? তা নিয়ে আগেই নিজেদের মনোভাব স্পষ্ট করে দিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। এবার দিল্লিতে পা রেখেই কাকে পরবর্তী সভাপতি চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট করে দিলেন সংঘ প্রধান মোহন ভগবৎ। তবে পরবর্তী সভাপতি হিসাবে সংঘ কাকে চাইছে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। রবিবার সংঘের এক মুখপাত্র জানান, রাজনৈতিক চমক নয়, বরং সংগঠন মজবুত হবে এমন কাউকে জেপি নাড্ডার উত্তরসূরি চাইছেন সংঘ প্রধান ভাগবৎ। আগামী সপ্তাহেই দিল্লিতে সংঘের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তার আগে নরেন্দ্র মোদি ও অমিত শাহর সঙ্গে তিনি কথা বলবেন বলে জানা গিয়েছে।
দিল্লিতে বসছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক বৈঠক। সংঘ সূত্রে জানা গিয়েছেছে, এই বৈঠক শুরু হবে ৪ জুলাই। চলবে ৬ তারিখ পর্যন্ত। দিল্লিতে নির্মিত আরএসএসের কেশব কুঞ্জে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানে দেশের সমস্ত প্রান্ত প্রচারক-সহ প্রান্ত প্রচারক এবং ক্ষেত্র প্রচারক এবং সহ-ক্ষেত্র প্রচারকরা হাজির থাকবেন। আগামী দিনে সংঘের কর্মসূচি কী হবে, তা ঠিক করতেই এই বৈঠক বলে জানান সংঘের এক মুখপাত্র। বৈঠকে প্রশিক্ষণ শিবিরগুলি কীভাবে অনুষ্ঠিত হল, কতজন অংশগ্রহণ করেছেন এবং আগামী পরিকল্পনা কী সেই বিষয় নিয়ে আরএসএস-এর প্রান্ত প্রচারক এবং ক্ষেত্র প্রচারকরা নিজেদের রাজ্যের রিপোর্ট দেবেন বলেও জানান তিনি।
এছাড়াও ১৯২৫ সালের বিজয়া দশমীর দিন সংঘের প্রতিষ্ঠা হয়। এবার ২ অক্টোবর বিজয়া দশমী। তাই ওইদিন ১০০ বছর উপলক্ষে কী কর্মসূচি নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সেখানে তিনদিনের বৈঠকে থাকবেন মোহন ভাগতৎ-সহ সংঘের শীর্ষ কর্তারা। কিন্তু বৈঠকের এতো আগে কেন তিনি রাজধানীতে আসছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, বৈঠকের প্রস্তুতি দেখার পাশাপাশি বিজেপির সাংগাঠনিক নির্বাচন নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন তিনি। মোদি-শাহদের মতামত শুনতে চায় সংঘ।
সংঘ সূত্রে খবর, সাংগাঠনিক পরিবর্তন করতে গিয়ে একান্তই যদি মন্ত্রিসভায় রদবদল করতে হয় তাতে সংগঠনের কোনও আপত্তি থাকবে না। কিন্তু সাংগাঠনিক পরিবর্তনের ক্ষেত্রে আর ঢিলেমি করা চলবে না। তাই ৪ থেকে ৬ জুলাই দিল্লিতে সংঘের প্রান্ত প্রচারকদের যে অধিবেশন ডাকা হয়েছে সেখানে ভাগবৎ ছাড়াও শীর্ষ নেতৃত্ব ছাড়াও বিজেপির সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে। অধিবেশন চলাকালীনই পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হয়ে যাবে। সেইসঙ্গে বিজপির সংগঠনের অন্যান্য স্তরেও রদবদল করা হবে। এমনকী সাধারণ সম্পাদক স্তরেও বেশ কয়েকজন নতুন মুখ আসতে পারে বলে সূত্রের খবর।