নাড়ি না কেটেই নীরোগ সদ্যোজাত প্রসব, পথ দেখাচ্ছে বাংলার মেডিক্যাল কলেজ

নাড়ি না কেটেই নীরোগ সদ্যোজাত প্রসব, পথ দেখাচ্ছে বাংলার মেডিক্যাল কলেজ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


অভিরূপ দাস: নাড়ি না কেটেই প্রসব। তাতেই জন্ম নিচ্ছে সুস্থ-সবল-নীরোগ শিশু। কমছে সদ্যোজাতর জন্ডিস। দ্রুত মায়ের বুকের দুধ টানতে পারছে শিশু। দেশের মধ্যে প্রথম কলকাতা মেডিক্যাল কলেজ হাতেকলমে দেখাল, তড়িঘড়ি নাড়ি কাটার চেয়ে, প্ল্যাসেন্টা সুদ্ধ প্রসবে শিশু হচ্ছে অনেক বেশি সবল, স্বাস্থ্যবান। বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগে, দেড়শো প্রসূতির উপর হওয়া নয়া চমকপ্রদ সমীক্ষা তুলে ধরলেন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডা. রামপ্রসাদ দে, নিওনেটাল বিভাগের ডা. দীনেশ মুন্যা। অনুষ্ঠানে হাজির ছিলেন বঙ্গের মা ও শিশু চিকিৎসার উপদেষ্টা প্রবাদপ্রতিম চিকিৎসক ডা. অরুণ সিং, চিত্তরঞ্জন সেবা সদনের স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডা. আশিসকুমার মুখোপাধ্যায়, কলকাতা মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডা. তপনকুমার নস্কর।

কী উঠে এসেছে নয়া পরীক্ষায়? মায়ের গর্ভে প্লাসেন্টার মধ্যে থাকে শিশু। অ্যাম্বিলিকাল কর্ডের মাধ্যমে এটি মা ও ভ্রুণের মধ্যে সংযোগ স্থাপন করে। এই অ্যাম্বিলিকাল কর্ডের মধ্যে দিয়ে ভ্রুণে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ হয়। দেখা গিয়েছে, তড়িঘড়ি নাড়ি না কেটে নাড়িসুদ্ধ প্রসব করলে দ্রবীভূত অক্সিজেন দীর্ঘক্ষণ যায় শিশুর মধ্যে। এতে লাভ? স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডা. রামপ্রসাদ দে জানিয়েছেন, এই দেড়শো সদ্যোজাতর মধ্যে ৯৪টি শিশুর অক্সিজেন স্যাচুরেশন ৫ মিনিটের মধ্যেই ছুঁয়েছিল নব্বই শতাংশের কাটা। মাত্র ৫১ জনের এসএনসিইউ সাপোর্ট লেগেছে। সেখানে তড়িঘড়ি নাড়ি কাটা হলে আশি শতাংশ শিশুর এসএনসিইউ সাপোর্ট লাগে। ডা. অরুণ সিং জানিয়েছেন, সরকারি হাসপাতালে দিন প্রতি এসএনসিইউ-এর খরচা ২০ হাজার টাকা। নয়া পরীক্ষা যেমন সুস্থ সবল-নীরোগ শিশু জন্মের দিশা দেখাল। তেমনই খুঁজে দিল খরচ বাঁচানোর রাস্তা।

কলকাতা মেডিক্যাল কলেজের নয়া পরীক্ষা বলছে, সময় বদলাচ্ছে। দেশকে দিশা দেখাবে কলকাতা মেডিক্যাল কলেজের আলোড়ন সৃষ্টিকারী সমীক্ষা। নাড়ি না কেটে প্রসবের ফলে মাত্র ১৮.৬ শতাংশ শিশু নিওনেটাল জন্ডিসে আক্রান্ত হয়েছে। দেড়শো সদ্যোজাতর মধ্যে মাত্র ৭ জনের রেসপিরেটরি ডিসট্রেস হয়েছে। ৯৫.৩ শতাংশ শিশুর হার্টরেট প্রসবের এক মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছিল একশোর ঘরে। কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, সারা দেশকে পথ দেখাচ্ছে বাংলা। নতুন সমীক্ষায় আগামী দিনে শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন আনবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *