সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে দু’বার মুখোমুখি হল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রথমবার জয়ী হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ‘বদলা’ নিল পদ্মাপাড়ের দল। ‘নাগিন’ ডার্বিতে ৬ ইউকেটে জয়ী হল তারা। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ তুলেছিল শ্রীলঙ্কা। সেই রান ৬ উইকেট হারিয়েই তুলে নিল বাংলাদেশ। শেষ মুহূর্তে অবশ্য জয় নিয়ে শংসয় তৈরি হয়েছিল। কিন্তু বাংলাদেশের মান রাখলেন সইফ হাসান এবং তৌহিদ হৃদয়। দু’জনেই অর্ধশতরান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন।
শনিবার শ্রীলঙ্কার শুরুটা খারাপ হয়নি। দুই ওপেনার নিসাঙ্কা (২২) এবং মেন্ডিস (৩৪) রান পেয়েছেন। যদিও কুশল মেন্ডিস (৩৪) এবং কামিল মিশারাও (৫) বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি। অন্যদিকে মিডল অর্ডারে বড় রান করেন শনকা। ৩৭ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। পরের দিকে আসালঙ্কার (২১) যোগদানে শ্রীলঙ্কার স্কোর ১৬৮তে পৌঁছে যায়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]