নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি, রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গৌতম আদানি, রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভাবনা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


স্টাফ  রিপোর্টার: নবান্নে এসে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। সোমবার বিকেলে তিনি নবান্নে আসেন। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে বৈঠক হয় মুখ‌্যমন্ত্রীর। তবে এ নিয়ে রাজ‌্য সরকার বা আদানি গোষ্ঠীর তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে প্রশাসনিক মহলের মতে, এর আগে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এসেছিলেন গৌতম আদানি। রাজ্যে বিনিয়োগের বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়েছিল মুখ‌্যমন্ত্রীর। রাজ্যে একাধিক ক্ষেত্রে বিনিয়োগও রয়েছে আদানিদের। পরবর্তী ক্ষেত্রে বিনিয়োগের বিষয় নিয়ে সম্ভবত আলোচনা হয়েছে।

বিনিয়োগের জন্য রাজ্য সরকার একাধিক কর্মসূচি নিয়েছে। রাজ্যে কর্মসংস্কৃতির জোয়ার আনতে বিনিয়োগের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একাধিক শিল্পপতিরা বিনিয়োগ করছেন বলেও খবর। তথ্যপ্রযুক্তি শিল্পেও একাধিক প্রথম সারির সংস্থা রাজ্যে বিনিয়োগের বার্তা দিয়েছেন বলে খবর। কেবল কলকাতাই নয়, জেলাতেও তথ্য প্রযুক্তি হাব তৈরির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন কেন্দ্রর কাজ চলছে। সেখানে প্রচুর কর্মসংস্থান হবে বলেও খবর। রাজ্যে শিল্পের বিনিয়োগে জোয়ার আনতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। গতবার সেই সম্মেলনেও বাংলায় বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগের বার্তা দেওয়া হয়েছে। সেই আবহেই এদিন নবান্নে গৌতম আদানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছরই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে থাকেন। কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে বৈঠক করতে এসেছিলেন গৌতম আদানি। দু’জনের মধ্যে বৈঠকও হয়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও উপস্থিত ছিলেন তিনি। বাংলায় বিনিয়োগের বার্তাও দিয়েছিলেন। পরে একাধিক ক্ষেত্রে বিনিয়োগও হয়। এবার ফের বৈঠক হল দু’জনের। রাজ্যে আদানির বিনিয়োগের সম্ভাবনা আরও উজ্জ্বল হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *