নদীতে ভাসছে উপড়ে যাওয়া গাছ, জলবন্দি হাতির পাল, উদ্বেগ বাড়ছে উত্তরের অভয়ারণ্যে

নদীতে ভাসছে উপড়ে যাওয়া গাছ, জলবন্দি হাতির পাল, উদ্বেগ বাড়ছে উত্তরের অভয়ারণ্যে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জেলাগুলি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জলমগ্ন জলদাপাড়া অভয়ারণ্যের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন ডুয়ার্সের একাধিক এলাকা। পশুপাখিরা কী অবস্থায় আছে? সেই বিষয়ে চর্চা শুরু হয়েছে। জলদাপাড়ার একাধিক জায়গায় জলের তোড়ে গন্ডার, হরিণ ভেসে গিয়েছে বলে খবর। বনদপ্তরের কর্মী-আধিকারিকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। দুশ্চিন্তা বাড়াচ্ছে উত্তরের অভয়ারণ্যগুলি। 

শনিবার রাতের প্রবল বৃষ্টিতে শেষ পাওয়া খবর অনুযায়ী দার্জিলিংয়ে মোট ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ডুয়ার্সেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। অভয়ারণ্যের মধ্যে দিয়ে বয়ে চলেছে জলস্রোত। জলদাপাড়া অভয়ারণ্য রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র। একশৃঙ্গ গন্ডার, হাতি, বাইসন, হরিণ, লেপার্ড-সহ বহু পশুর বাস। এছাড়াও এই অভয়ারণ্যে প্রচুর পাখি রয়েছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে অভয়ারণ্যের জীবজন্তু, পাখিরা কতটা নিরাপদে আছে? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আলিপুরদুয়ারের তোর্সা নদীর জলস্রোতে এক বিশালাকার গন্ডারকে ভেসে যেতে দেখা গিয়েছে। পরে কোচবিহার জেলার একটি নদী থেকে একটি গন্ডারকে উঠতে দেখা গিয়েছে। জলে ভেসে যাওয়া দুটি প্রাণীই কি একই? সেই প্রশ্ন উঠেছে।

Heavy rains cause concern in North Bengal sanctuary

জলঢাকা নদীতে ভেসে যেতে দেখা গিয়েছে একটি হরিণ। সেই অবলা প্রাণীকে সাধারণ মানুষরাই উদ্ধার করেছে। পরে সেটি বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। জলদাপাড়ার বহু জায়গায় বড় বড় গাছের গুঁড়ি, গাছের অংশ নদীতে ভেসে যেতে দেখা গিয়েছে। জলদাপাড়া অভয়ারণ্যের কতটা ক্ষতি হল? সেই প্রশ্ন উঠেছে। আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমারহাটের শিশামারা নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে পড়েছে নেপালিবস্তি, নতুনপাড়া ও জলদাপাড়া বাজারে। বহু মানুষ জলবন্দি। জলে গবাদিপশুর ভেসে যাওয়ার খবর মিলেছে। মালবাজারের ঘীস নদীর জল বেড়ে যাওয়ায় চাবাগানের মধ্যে আটকে পড়ে ১২-১৩টি বুনো হাতির একটি দল। ঘটনাটি মাল ব্লকের ওদলাবাড়ি মানাবাড়ি চাবাগান এলাকার। চা শ্রমিকরা হাতির দলটিকে জঙ্গলে ফেরাতে চাইলেও ব্যর্থ হয়। ওই দলের মধ্যে শাবকও ছিল। দীর্ঘ সময় জলের স্রোতের মধ্যে ওই হাতির দল আটকেছিল বলে খবর। যদিও পরে জল কিছুটা কমলে নদী পার করে জঙ্গলে ফিরে যায়।

ভুটান থেকে আসা জলস্রোতে একাধিক বন্যপ্রাণের মৃত্যু হয়েছে । জলে ডুবে গরুমারা জাতীয় উদ্যানের একটি গন্ডারের মৃত্যু হয়েছে। রবিবার সকালেই গরুমারা জাতীয় উদ্যান লাগোয়া ময়নাগুড়ির রামসাই এলাকা থেকে গন্ডারের মৃতদেহটি উদ্ধার হয়েছে। শিলিগুড়ির কাছেই মেচি নদীতে ডুবে একটি হস্তিশাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ৩০ হাতির পাল এদিন মেচি নদী পার হতে যাওয়ার সময় দলছুট হয়ে যায় হস্তি শাবকটি । জলে ডুবে ওই হস্তি শাবকের মৃত্যু হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান বলেন, “আমরা একটি গন্ডার নদীতে ভাসছে বলে একটি ভিডিও দেখেছি। পরে সেটি আবার ওপরে উঠেও যায়। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জল কমলেই আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ







Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *