সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ওগো নিরুপমা’ খ্যাত অর্কজা আচার্য ফিরছেন নতুন রূপে নতুন ধারাবাহিকে। জি বাংলায় নতুন রূপে ধরা দেবেন তিনি। কোন ধারাবাহিকে ফিরছেন অর্কজা?
অর্কজার নতুন কাজের প্রোমো ইতিমধ্যেই সামনে এসেছে। জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে প্রধান চরিত্রে নয় বরং একটি নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে। তাঁর চরিত্রের নাম ‘সুপর্ণা’। জানা যাচ্ছে এই নতুন চরিত্রে একজন সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে অর্কজাকে। পেশায় সুপর্ণা একজন ডাক্তার। একক মাতৃত্ব যখন তখন এই চরিত্র যে অনেকটা আত্মনির্ভরশীল হবে তা আশা করা যাচ্ছে। তবে তাঁর চরিত্র সম্পর্কে এখনও চ্যানেল বা অভিনেত্রীর তরফে খোলসা করা হয়নি।
https://www.fb.com/arkoja.acharyya.9/posts/pfbid02idT3fHLbdSVXcJ9bsBrY9FnjPWwytzGbG3PhZjJVga2GApCECEtwZueVNRPw9PZdl
নতুন কাজের এই জার্নি কতটা উপভোগ করছেন অর্কজা? সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ”নতুন এই সফর ভীষণ উপভোগ করছি। ছোটপর্দায় ফিরছি আবারও। আমার এই চরিত্রটা ভীষণ পছন্দ হয়েছে। নতুন ধরনের চরিত্র। ধারাবাহিকের টিম খুব ভালো। কাজ করে খুবই ভালো লাগছে। ইতিবাচক সাড়া পাচ্ছি দর্শকের থেকে।” উল্লেখ্য, এই ধারাবাহিকে মূল চরিত্রে দর্শক দেখতে পাচ্ছেন অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখোপাধ্যায়কে। এবার তাঁদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্কজাকেও। ধারাবাহিকের নতুন পর্বের টুইস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।