নতুন ফুটবলার নেওয়া যাবে না, এক বছরের জন্য বিরাট শাস্তি মহামেডানের

নতুন ফুটবলার নেওয়া যাবে না, এক বছরের জন্য বিরাট শাস্তি মহামেডানের

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় শাস্তি মহামেডানের। আপাতত একবছরের জন্য কোনও প্লেয়ারকে সই করাতে পারবে না ক্লাবটি। বুধবার ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে চিঠি দিয়ে এই শাস্তির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে মহামেডানকে। নিয়ম লঙ্ঘন করলে আগামী দিনে আরও কড়া শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তাদের।

ফেডারেশনের চিঠিতে বলা হয়েছে, এই চিঠি পাওয়ার দিন থেকে শুরু করে আগামী একবছর কোনও খেলোয়াড়কে সই করাতে পারবে না মহামেডান। তবে এই সময়ের মধ্যে যদি মহামেডান সমস্ত বকেয়া মিটিয়ে দেয় তাহলে এই শাস্তি স্থগিত করা হবে। কিন্তু এই সময়কালের মধ্যে মহামেডান যদি আবার কোনও নিয়মবিরুদ্ধ কাজ করে তাহলে এই শাস্তি বহাল থাকবে। মহামেডান যেন এই মর্মে যথাযথ পদক্ষেপ করে, সেকথাও মনে করিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনের চিঠিতে।

উল্লেখ্য, প্রথম মরশুমেই মহামেডান এমন ভাবমূর্তি করে ফেলেছে যে, মারাত্মক কিছু বদল না হলে, পরের মরশুমে আইএসএলে মহামেডানের খেলা প্রায় অসম্ভব মনে হচ্ছে। ফুটবলার থেকে ভেন্ডার। চারদিকে এত টাকা বাকি রয়ে গিয়েছে যে, আইএসএলের সংগঠক এফএসডিএলের অন্দরে ভীষণই খারাপ ধারণা তৈরি হয়েছে শতাব্দীপ্রাচীন ক্লাব মহামেডান স্পোর্টিংকে নিয়ে। তাদের ধারণা, কোনও ক্লাবকে ঘিরে এরকম আর্থিক অনিয়মের অভিযোগ উঠলে ইন্ডিয়ান সুপার লিগের মতো একটি পেশাদার লিগ নিয়ে বিশ্বের দরবারের অত্যন্ত খারাপ বার্তা যাবে। ফলে আর্থিক সংক্রান্ত বিষয়ে আইএসএলের যে নিয়ম কানুন রয়েছে, তা কঠোর ভাবে প্রয়োগ করা হবে মহামেডানের ক্ষেত্রে। আর মহামেডানের যা অবস্থা, সেই আর্থিক নিয়ম কানুনের বেড়াজাল ডিঙিয়ে সামনের মরশুমেও আইএসএল খেলা এক প্রকার অসম্ভব। সেই কথাই সম্ভবত আরও একবার মনে করিয়ে দিল ফেডারেশনের চিঠি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *