সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে উত্তাল সংসদ। অবশেষে বিরোধীদের প্রতিবাদের মুখে রাজ্যসভায় মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানালেন, ”আমেরিকা থেকে প্রত্যর্পণ নতুন কিছু নয়। ২০০৯ থেকে হচ্ছে।” পালটা কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালার প্রশ্ন, ”সরকার কি জানত ১০৪ জন ভারতীয়কে (যাঁদের মধ্যে ১৯ জন মহিলা, রয়েছে শিশুরাও) হাতে হাতকড়া পায়ে শিকল পরিয়ে ৪০ ঘণ্টা বিমানে বসিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে?”
মার্কিন সামরিক বিমান সি-১৭ গ্লোবমাস্টারে চাপিয়ে ১০৪ ভারতীয় অভিবাসীকে দেশে পাঠিয়েছে আমেরিকা। হাতে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে তাঁদের। আর এই ইস্যু নিয়ে উত্তাল সংসদ। এই পরিস্থিতিতে এদিন জয়শংকর বলেন, ”যদি কোনও নাগরিক বিদেশে অবৈধভাবে বসবাস করছে বলে প্রমাণিত হয়, তাহলে তাদের ফিরিয়ে নেওয়া সকল দেশের বাধ্যবাধকতা।” পাশাপাশি তিনি বলেন, ”হাতকড়া পরিয়ে তোলা আমেরিকার নিয়ম। কিন্তু মহিলা ও শিশুদের হাতকড়া পরানো হয়নি। বাকিদেরও শৌচাগারে যাওয়ার সময় হাতকড়া খুলে নেওয়াও হয়েছে।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]