সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামে মোটা টাকা দর পেয়েছিলেন। কিন্তু তারপর জাতীয় দলের কথা ভেবে সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকে। তার জেরে এবার বড়সড় শাস্তি পেতে চলেছেন হ্যারি ব্রুক। ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফ থেকে ইংল্যান্ডের ব্যাটারের সঙ্গে যোগাযোগ করে শাস্তির বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরও পারিবারিক কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন ব্রুক।
গতবছর মেগা অকশনের আগেই একগুচ্ছ নতুন নিয়ম চালু করেছিল বিসিসিআই। কারণ অতীতে একাধিকবার দেখা গিয়েছে, নিলামে বিরাট দাম পেয়েও আইপিএল শুরুর আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন জেসন রয়ের মতো তারকা। চোট বা ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা সরে দাঁড়ান। ভারতীয় বোর্ড জানিয়ে দেয়, ২০২৫ আইপিএলের নিলামে বিক্রি হওয়ার পরে যদি কোনও ক্রিকেটার সরে দাঁড়ান তাহলে পরের দুটি অকশন থেকে তাঁকে নির্বাসিত করা হবে। অর্থাৎ সরে দাঁড়ানোর পরের দুটি মরশুমে আইপিএল খেলতে পারবেন না ওই বিদেশি ক্রিকেটার।
এই নিয়ম বলবৎ হওয়ার পরেও আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ব্রুক। ৬.২৫ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েকদিন আগেই একটি বিবৃতি দিয়ে তিনি জানান, ২০২৫ আইপিএলে তিনি খেলবেন না। কারণ জাতীয় দলের হয়ে খেলাকেই প্রাধান্য দিতে চান। দিল্লি টিম এবং তাদের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন ব্রুক। উল্লেখ্য, গত আইপিএলেও ব্রুককে সই করিয়েছিল দিল্লি। কিন্তু দিদার মৃত্যুর কারণে মেগা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি।
আইপিএলের ইতিহাসে ব্রুকই প্রথম ক্রিকেটার, যিনি দু’বছরের জন্য নির্বাসিত হলেন। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নির্বাসনের বিষয়টি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ব্রুক-দুপক্ষকেই জানিয়ে দেওয়া হয়েছে। বোর্ডের নিয়ম প্রত্যেক ক্রিকেটারকেই মানতে হবে বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তাই আগামী দু’বছর আইপিএল নিলামে নাম লেখাতে পারবেন না ব্রুক। তিনবছর পর মেগা অকশনে ফের দেখা যাবে তাঁকে।