নজর ২৬-এর ভোট, রাজ্য কমিটিতে কারা ঢুকবেন, কারা বাদ পড়বেন, রবিবার দিল্লিতে বৈঠকে শমীক

নজর ২৬-এর ভোট, রাজ্য কমিটিতে কারা ঢুকবেন, কারা বাদ পড়বেন, রবিবার দিল্লিতে বৈঠকে শমীক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির নতুন রাজ‌্য কমিটিতে কারা ঠাঁই পাবেন, তা চূড়ান্ত হতে পারে রবিবার দিল্লির বৈঠকে। রবিবার সকালে দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার পর দু’মাস কাটলেও এখনও নিজের টিম অর্থাৎ নতুন রাজ‌্য কমিটি সাজাতে পারেননি শমীক। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নতুন রাজ‌্য কমিটিতে কারা থাকবেন, কারা বাদ পড়বেন, তা নিয়ে চর্চা চলছে। বিধানসভা নির্বাচনের আগে শক্তপোক্ত ভাবেই রাজ‌্য কমিটিতে নিজের টিম সাজিয়ে নিতে চান শমীক। জানা গিয়েছে, দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ‌্য কমিটি নিয়ে আলোচনা হবে তাঁর। এছাড়া রাজ্যে দলের আগামী কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠক শেষ করে সোমবার কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের সঙ্গে কলকাতায় ফিরবেন শমীক।

জাতীয় নির্বাচন কমিশন বাংলায় এসআইআর শুরু করতে পারে বলে জল্পনা বাড়ছে। ভোটার তালিকা নিয়ে শমীকের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের আলোচনা হবে। এসআইআরের দাবি সামনে রেখে শনিবার সল্টলেকের বিজেপি দপ্তরে দলের পরবর্তী কৌশল নিয়ে একটি বৈঠকে শমীক ছাড়াও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ‌্যায়, শিশির বাজোরিয়া প্রমুখ। এসআইআর কার্যকর করতে দলের বুথস্তরের এজেন্টদের ভূমিকা কী হবে, তা নিয়েও এদিন আলোচনা হয়েছে।

বৈঠকের পর শুভেন্দু বলেন, নির্বাচন সংক্রান্ত কিছু অলিখিত দায়িত্ব দিয়েছে দল, সেটাই তিনি পালন করছেন। দল বললে পার্টি অফিসও পরিষ্কার করতে তিনি প্রস্তুত বলে জানিয়ে দেন। একইসঙ্গে বলেন, ছাব্বিশের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনেই বিজেপি প্রার্থীদের জিতিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *