নজর ছাব্বিশের ভোটে! মমতার পর এবার উত্তরবঙ্গে আসছেন নরেন্দ্র মোদি

নজর ছাব্বিশের ভোটে! মমতার পর এবার উত্তরবঙ্গে আসছেন নরেন্দ্র মোদি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


রাজ কুমার, আলিপুরদুয়ার: এই মুহূর্তে তিন দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বিজেপির তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিজ্ঞা জানান, আগামী ২৯ মে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী। ছাব্বিশের ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন দুপুরে হঠাৎই বিজেপির একঝাঁক নেতাকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করতে দেখা যায়। ওই দলে ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, কালচিনির বিধায়ক বিশাল লামা-সহ একঝাঁক পদ্ম নেতা। এতেই জল্পনা তৈরি হয়। এবিষয়ে সাংসদ মনোজ টিজ্ঞাকে প্রশ্ন করা হলে তিনি পুরো বিষয়টি পরিস্কার করেন।

মনোজ টিজ্ঞা বলেন, “অপারেশন সিঁদুেরর সাফল্যের পর সেনাকে সম্মান জানাতে আগামী ২৯ মে উত্তরবঙ্গে  জনসভা করবেন প্রধানমন্ত্রী। সে জন্যই আমরা মাঠ দেখতে এসেছিলাম। কোন জায়গায় মঞ্চ করা যায় সেই সব খতিয়ে দেখা হয়েছে।” মনোজ জানান, অপারেশন সিঁদুর অভিযানের পর দেশের একাধিক জায়গায় জনসভা করছেন প্রধানমন্ত্রী। সেই কর্মসূচীর অংশ হিসাবেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করবেন তিনি।

২০১৬ সালে ভোট প্রচারে শেষবার আলিপুরদুয়ারে এসেছিলেন নরেন্দ্র মোদি। এদিকে প্রধানমন্ত্রী আসার খবর পৌঁছতেই বিজেপি নেতাদের মধ্যে জোর তৎপরতা দেখা গিয়েছে। মনোজ টিজ্ঞা বলেন, “এতদিন পর প্রধানমন্ত্রী আসার খবরে দলের নেতাদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত বুথ স্তরের কর্মীদের কাছ অবধি এই খবর পৌঁছয়নি।”

তবে বিজেপি অপারেশন সিঁদুরের সাফল্য উৎযাপনের কথা বলে সভার কথা বললেও, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এর পিছনে বিজেপি ছাব্বিশের আগে উত্তরবঙ্গে নিজেদের শক্তি দেখে নিতে চাইছে। কেননা কয়েকদিন আগেই মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। এরইমধ্যে উত্তরবঙ্গে বিজেপির দক্ষ সংগঠক বলে পরিচিত জন বার্লা ফুল বদল করে তৃণমূলে যোগদান করেছেন। এই আবহেই আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *