সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরণাপন্ন রোগীর জীবন বাঁচিয়ে সাধারণ মানুষের কাছে চিকিৎসকরাই ভগবান। কিন্তু এই চিকিৎসক যা করলেন তাতে অবাক হয়ে গিয়েছেন সকলে। ৪ বছরের এক খুদে সর্দি-কাশিতে নাজেহাল হয়ে গিয়েছিল। বাড়ির লোকেরা তাকে এক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানে অন্যান্য রোগীরাও ছিলেন। অভিযোগ, কাশি কমাতে শিশুটিকে ধূমপান করান সেই চিকিৎসক। এমনকী তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)
জানা গিয়েছে, এই ঘটনা উত্তরপ্রদেশের কুঠাউন্ডের স্বাস্থ্যকেন্দ্রের। সেই সময় ডিউটিতে ছিলেন সুরেশ চন্দ্র নামে এক চিকিৎসক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সুরেশবাবু পকেট থেকে সিগারেট বের করে শিশুটির মুখে দিয়েছেন। তাতে আগুনও ধরিয়ে দিচ্ছেন। ‘ভিতরে ধোঁয়াটা টানো’ বলে বেশ কয়েকবার টান দিতে বলছেন। এই দেখে হতবাক খুদের বাবা-মা আর সেখানে থাকা অন্যান্য রোগীরা।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। বিষয়টি নজরে আসতেই সুরেশ চন্দ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এরপর পদক্ষেপ হিসাবে ওই চিকিৎসককে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। এই ধরনের ঘটনা কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। নেটিজেনরাও এই ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছেন।