সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাথা ধূসর চুল। পাক ধরেছে দাড়ি-গোঁফে। চোখে রোদচশমা। ব্যাগ পিঠে বিদেশের ফুটপাতে শাহরুখ খান। কড়া নিরাপত্তাবলয়ের চাদরে মুড়ে আউটডোরে শুটিং করছেন বলিউডের বাদশা। একনজরে তাঁকে দেখে চেনা দায়! পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্যেই আসলে কিং খানের এহেন লুক। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ভাইরাল হতেই অনুরাগীদের উচ্ছ্বাস। ষাটোর্ধ্ব বাদশার মারকাটারি অবতার দেখে উন্মাদনার পারদ তুঙ্গে।
সম্প্রতি, ‘কিং’-এর সেট থেকে ফাঁস হয়েছে ভাইরাল এই ছবি। আর সেটা দেখেই ‘জওয়ান’-এর পর আবারও ‘কিং’-এর শাহরুখের প্রবীণ লুক দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। যদিও নির্মাতাদের তরফে বাদশার কিং অবতার নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সাম্প্রতিক ভাইরাল এই ছবি দেখে ভক্তমহল উত্তেজনায় ফুটছে, তা বলাই বাহুল্য।
ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য প্রকাশ্যে আসে। বিশেষ করে বিগ বাজেট এই ছবির তারকাখচিত কাস্টিংয়ের দিকেই নজর দর্শক-অনুরাগীদের। বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট সিনেমাতেই দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের দেখা যাবে বলে খবর। মাসমাসখানেক আগে ‘কিং’-এর জন্য ট্যাটু শোভিত পেশি দেখিয়ে নেটভুবনে শোরগোল ফেলে দিয়েছিলেন বাদশা।
SRK spotted on the sets of King
byu/WolfAffectionatefk inBollyBlindsNGossip
এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়েই গতমাসে গুরুতর চোট পান বাদশা। যার জন্যে হাতে ব্যান্ডেজ নিয়েই সম্প্রতি ছেলে আরিয়ান খানের ডেবিউ সিরিজের প্রচারে অংশ নিয়েছিলেন। খবর, আগামী এক মাস শাহরুখ খানকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অতঃপর পুরোপুরি সুস্থ হয়ে তবেই সেটে ফিরবেন। অগত্যা পিছিয়ে গিয়েছে এই পর্বের শুটিং শিডিউলও। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষের দিক কিংবা অক্টোবর মাসের মাঝামাঝি ‘কিং’ ছবির শুটিং শুরু হবে। যদিও কিং খানের টিমের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত , ‘কিং’ ছবিতে কেমন চরিত্রে দেখা যাবে কিং খানকে? এই জল্পনা বহুদিনের। ঘনিষ্ঠ সূত্রে খবর, এই স্পাই থ্রিলারে গোয়েন্দার ভূমিকায় বাদশাকন্যা থাকছেন। আর তার ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যাবে শাহরুখকে। যিনি রহস্য সমাধানে সুহানাকে সাহায্য করবেন। চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ ছবির শুটিং শুরু হয়েছে। মেগাবাজেট ছবি মুক্তি পাবে ২০২৬ সালে। শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। আর সুহানার মায়ের ভূমিকায় থাকতে পারেন রানি মুখোপাধ্যায়। এহেন ডাকসাইটে কাস্টিংয়ের জেরে বক্স অফিসে কাঁপন ধরার সম্ভাবনা প্রবল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন