‘ধূমকেতু’র পর রানা সরকারের প্রযোজনায় অভিনয় করবেন জিৎ? জোর জল্পনা

‘ধূমকেতু’র পর রানা সরকারের প্রযোজনায় অভিনয় করবেন জিৎ? জোর জল্পনা

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করছে ‘ধূমকেতু’। বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে এই ছবি। সুপারস্টার দেব ও লেডি সুপারস্টার শুভশ্রীর এই ছবি বাংলা ছবির দর্শক জমিয়ে উপভোগ করছেন। ‘ধূমকেতু’ আসবেই মুক্তির আগে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রযোজক রানা সরকার। তিনি তাঁর কথা রেখেছেন। এবার টলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন সুপারস্টার জিতের সঙ্গে নতুন ছবি তৈরি করতে চলেছেন রানা সরকার।

এই জল্পনা আরও জোরালো হচ্ছে কারণ সম্প্রতি জিতের অফিসে একটি বৈঠক করেন জিতের সঙ্গে প্রযোজক রানা সরকার ও পরিচালক অরিন্দম শীল। আর তারপর থেকেই এই নিয়ে গুঞ্জন জোরাল হচ্ছে। যদিও তিনজনের কেউই এই নিয়ে মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে আপাতত প্রাথমিক স্তরে নাকি কথা হয়েছে তাঁদের। নতুন কোনও ছবি আসছে কিনা এই সবকিছু নিয়েই তাই কৌতূহল দানা বাঁধছে অনুরাগীদের মনে।

বলে রাখা ভালো এর আগে জিতের ছবি মুক্তির পর সুপারস্টারকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রযোজক রানা সরকার। এমনকি জিতের ছবি দেখার পরামর্শও দিয়েছিলেন তিনি জিৎভক্তদের। পুজোর আগে বক্স অফিসে রীতিমতো ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’।এই মুহূর্তে ‘ধূমকেতু’ জ্বরে কাবু একটা গোটা প্রজন্ম। শুধু কি তাই? এই জ্বরে কাবু বাংলা ছবির দর্শকও। এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। মুক্তির পর থেকেই শহর জুড়ে বিভিন্ন সিনেমাহলে ঝোড়ো ব্যাটিং করল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *