সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুলোঝড়ে বিপর্যস্ত রাজধানী দিল্লি। একদিকে খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত বিমান চলাচল। বাতিল হয়েছে বহু উড়ান। অভিমুখও বদল করা হয়েছে একাধিক বিমানের। আর এই বিভ্রাটের জেরে দিল্লি বিমানবন্দরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বিপর্যস্ত শহরে নির্মীয়মান বহুতলের দেওয়াল ভেঙে প্রাণ গিয়েছে একজনের। জখম আরও চার। সবমিলিয়ে শুক্রবার সন্ধের ধুলোঝড়ে কার্যত কাহিল রাজধানী।
চরম গরমে কাহিল দিল্লি। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। এমন অবস্থায় শুক্রবার রাত সাড়ে আটটা-নটা নাগাদ আচমকাই ধুলোঝ় ওঠে। গোটা এলাকা ঢেকে যায় ধুলোর আস্তরণে। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় ব্যাহত হয় বিমান চলাচল।
There may be whole chaos at Terminal 3. @airindia please not less than present replace on flights. Boards should not getting up to date.
There is no such thing as a Air India employees to assist or present any replace. @DelhiAirport @DelhiAirportGMR pic.twitter.com/bY0KgDQDqd
— Pallavi Saluja (@pallavibnb) April 12, 2025
বিমানবন্দর সূত্র খবর, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ধুলোঝড়ের জেরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ৫০টি অন্তর্দেশীয় বিমান দেরিতে রওনা দেয়। ২৫টি বিমান অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। ৭টি বিমান বাতিল করা হয়। আর এই বিপর্যয়ের জেরে বিমানবন্দরে প্রায় কয়েক শো যাত্রী আটকে পড়েন। সূত্রের দাবি, বিমানবন্দরে কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সোশাল মিডিয়ায় ক্ষোভের ঝড় আছড়ে পড়ে। এদিন বেলা অবধিও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
Finest Airport of South Asia, IGI T3 right this moment at 7 am… utter chaos… passangers handled worse than cattles pic.twitter.com/rDkWqtegzy
— Dr Shalabh Kumar (@dr_shalabh) April 12, 2025
এদিকে ঝড়ের ধাক্কা সামলাতে না পেরে দিল্লির নির্মীয়মাণ একটি ছ’তলার বাড়ির কিছুটা অংশ ভেঙে পড়ে। যার জেরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা এখনও চিকিৎসাধীন। মান্ডি হাউস ও দিল্লি গেটের মতো বিখ্যাত স্থানে গাছের ডাল ভেঙে পড়ার কথা জানা গিয়েছে। একটি মোটর সাইকেল হাওয়ার দাপটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরেছে। বহু জায়গাতেই যানজট দেখা গিয়েছে। সবমিলিয়ে ধুলোঝড়ে কার্যত বিপর্যস্ত রাজধানী দিল্লি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন