ধার করে কেনা লটারিতেই কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল কোন্নগরের মিস্ত্রীর

ধার করে কেনা লটারিতেই কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল কোন্নগরের মিস্ত্রীর

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সুমন করাতি, হুগলি: ধার করে ৩০ টাকা দিয়ে লটারি কিনেছিলেন। ভাবতে পারেননি এভাবে বদলে যাবে জীবন। কিন্তু ভাগ্যের লিখন খণ্ডাবে কে! ৩০ টাকার লটারি কিনে রাতারাতি কোটিপতি কোন্নগরের মিস্ত্রী। রীতিমতো পুলিশি পাহারায় রয়েছেন তিনি।

জানা গিয়েছে, ওই মিস্ত্রীর নাম সুজিত মণ্ডল। হুগলির কোন্নগরের কানাইপুরের বাসিন্দা তিনি। গত সোমবার কোন্নগর বাজার সংলগ্ন একটি লটারির দোকান থেকে ৩০ টাকায় লটারির টিকিট কেনেন সুজিত। ফল বেরোতেই দেখা যায় তিনি এক কোটি টাকা জিতেছেন তিনি। প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি। পরে নম্বর মিলিয়ে নিশ্চিত হন। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর অভাবের সংসার। স্ত্রীর কিডনির অসুখ। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন। সরকারি হাসপাতালে ভর্তিও ছিলেন বেশ কিছুদিন। কিন্তু চিকিৎসায় বাধা হচ্ছিল অর্থ। এক রাতেই সেই অর্থ মিলে গেল।

ওই মিস্ত্রীর কথায়, “পুরস্কার জিতেছি ভালো লাগছে। ৪-৫ বছর ধরে আমি টিকিট কাটছি। এক কোটি টাকার পুরস্কার জিতব এটা আশা করিনি। স্ত্রীর দুটো কিডনি খারাপ। এখন তার চিকিৎসা করাব।” লটারি বিক্রেতা বলেন, “ধারে টিকিট কাটে সুজিত। অনেক সময় দোকানে এসে টিকিট পছন্দ করে বলে যায় রেখে দিতে। আমি নাম লিখে টিকিট ব্যাগে ঢুকিয়ে রাখি। এখনও ১৮০ টাকা পাব ওর থেকে। যে টিকিটে লটারি জিতেছে সেটাও আমার ব্যাগেই ছিল।” মজার ছলেই দোকানি বললেন, “ওকে বলেছি আমাকে ১৫ লক্ষ টাকা দিতে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *