সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্ধনগ্ন অবস্থায় এক বিদেশি মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। আজ রবিবার গুরুগ্রামের মানেসরের আইএমটি চক থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। ধর্ষণ করে ওই মহিলাকে খুন করা হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও এই বিষয়ে নিশ্চিত হতে স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে ওই বিদেশি মহিলার পরিচয় জানারও চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি, সম্ভবত ওই মহিলা আফ্রিকার বংশোদ্ভূত। মানেসরের এক পুলিশ কর্তা জানিয়েছেন, ”মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কীভাবে মৃত্যু তা নিশ্চিত হতে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।” তবে ঘটনাস্থলেই পাশেই একটি ফ্লাইওভার রয়েছে। সেই ফ্লাইওভার থেকে দেহটিকে ফেলা হয়েছে বলে অনুমান। ফলে সিসিটিভিতে প্রত্যেকটি গাড়ির উপর চলছে পুলিশের নজরদারি।
ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকরা। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহটিকে। সেই রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা। ওই পুলিশকর্তা আরও জানিয়েছেন, ”রবিবার সকাল ছ’টা নাগাদ পুলিশের কন্ট্রোল রুমে ফোন আসে। যেখানে বলা হয়, দিল্লি-জয়পুর হাইওয়ের আইএমটি চকের মাঝখানে এক মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে আছে।” এরপরেই পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।