ধর্ষণের পর ভাবী বউয়ের মোটা টাকা হাতিয়ে উধাও! যোগীরাজ্য থেকে গ্রেপ্তার হবু বর

ধর্ষণের পর ভাবী বউয়ের মোটা টাকা হাতিয়ে উধাও! যোগীরাজ্য থেকে গ্রেপ্তার হবু বর

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


অর্ণব আইচ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। এমনকী, ভাবী কনের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে রাজ‌্য থেকে উধাও হয়ে গিয়েছিল হবু বর। অভিযোগের ভিত্তিতে এর তদন্ত শুরু করেন দক্ষিণ কলকাতার কালীঘাট থানার পুলিশ আধিকারিকরা। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশে হানা দেয় কলকাতা পুলিশ। ধর্ষণ ও প্রতারণার অভিযোগে মথুরার একটি গোপন ডেরা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয় ওই হবু বর।

পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম সত‌্যম মণ্ডল। রাজস্থানের ভরতপুরে তার পরিজনরা থাকলেও দীর্ঘদিন ধরে কালীঘাট অঞ্চলেরই বাসিন্দা সে। ওই এলাকার একটি ক‌্যাটারিং সংস্থায় সে কাজ করত। ক‌্যাটারিংয়ের সূত্র ধরেই সত‌্যমের সঙ্গে দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই যুবতীর পরিচয় হয়। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় যুবতীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে। এ ছাড়াও ওই যুবতীকে জানায়, পরিজন অসুস্থ। চিকিৎসার জন‌্য টাকার প্রয়োজন। এ ছাড়াও সে নতুন ব‌্যবসা করতে চায়। বিভিন্ন সময়ে দফায় দফায় সে ভাবী স্ত্রীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেয় বলে অভিযোগ। কিন্তু যুবতী হবু বরকে বিয়ের কথা বলতেই এড়িয়ে চলছিল সে।

কিছুদিন আগে হঠাৎ করেই সত‌্যম নিজের মোবাইল ফোন বন্ধ করে দেয়। যুবতী তার বাড়িতে হানা দিলে জানতে পারে যে, রাজ‌্য থেকেই পালিয়েছে সে। যুবতী কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ যুবকের ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট ও নতুন মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে যে, মথুরায় পালিয়ে গিয়েছে সে। সম্প্রতি কালীঘাট থানার আধিকারিকরা মথুরায় হানা দেন। একটি গোপন ডেরায় লুকিয়ে থেকে নতুন করে কাজের সন্ধান করছিল সত‌্যম। তার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। রবিবার তাকে কলকাতায় নিয়ে আসা হয়। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *