সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডসে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের জো রুট অপরাজিত ছিলেন ৯৯ রানে। সেঞ্চুরি ছিল সময়ের অপেক্ষা। দ্বিতীয় দিনের প্রথম বলেই সেই অপেক্ষার অবসান হল। জশপ্রীত বুমরাহর বলটা গালি দিয়ে চারে পাঠিয়ে টেস্টে ৩৭ তম সেঞ্চুরি করে ফেললেন জো রুট। সেই সঙ্গে ভেঙে দিলেন একাধিক রেকর্ড।
১৯২ বলে ৩৭তম টেস্ট সেঞ্চুরি করলেন জো রুট। বাজবল থেকে সরে এসে ধীরেসুস্থে ইনিংস গড়েন ইংরেজ ব্যাটার। সময়মতো স্ট্রাইক রোটেট করেছেন, আবার প্রয়োজনে ‘খারাপ’ বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। ৮৩ রানে ২ উইকেটে ক্রিজে এসে বেন স্টোকসের সঙ্গে ইংল্যান্ডের ইনিংসকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত বুমরাহর বলে আউট হন ১০৪ রানে।
লর্ডসে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে টেস্ট সেঞ্চুরির তালিকায় সেরা পাঁচে ঢুকে পড়লেন তিনি। ছাপিয়ে গেলেন রাহুল দ্রাবিড়ের ৩৬টি সেঞ্চুরিকে। এখন তাঁর সামনে রয়েছেন শচীন তেণ্ডুলকর (৫০), জ্যাক কালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সঙ্গাকারা (৩৮)।
ভারতের বিরুদ্ধে টেস্টে এটি রুটের ১১তম সেঞ্চুরি। টেস্টে ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার তালিকায় স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে রয়েছে তাঁর নাম। এর আগে গ্যারি সোবার্স, ভিভিয়ান রিচার্ডস ও রিকি পন্টিং ৮টি করে সেঞ্চুরি করেছেন।