সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরবাজ খানের সঙ্গে দু’দশকের দাম্পত্য ভেঙেছে। অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের ‘পোক্ত’ প্রেমে ভাঙন। জীবনের ঠিক এমনই এক মোড়ে এসে পৌঁছেছেন মালাইকা অরোরা। যেখানে ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’ একাই একশো। এদিকে বিচারকের আসন ছাড়া বলিউডের সিনেমা-সিরিজের পর্দাতেও ব্রাত্য ‘মুন্নি’! তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের অন্ত নেই অনুরাগীমহলে। মাসখানেক আগেই কুমার সঙ্গকারার সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জনে তোলপাড় হয়েছিল নেটভুবন। আর এবার বলিউডে জব্বর খবর, অতীত ভুলে মালাইকা নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন!
সম্প্রতি বলিউডের ‘মুন্নি’ লাজুক মুখে নিজেই বড়সড় ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা অরোরা জানিয়েছেন, “বিয়ে করার আগে প্রতিটা মেয়েরই সময় নেওয়া উচিত। আমি অন্তত কমবয়সি মালাইকাকে সেই উপদেশই দিতে চাইব এইসময়ে দাঁড়িয়ে। একটু কাজ করে নাও। জীবনে থিতু হও। তারপর বিয়ে করো।” এরপরই সাংবাদিকের প্রশ্নে বড়সড় বোমা ফাটালেন মালাইকা। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আবার বিয়ের কথা ভাবেন? তার উত্তরে লাজুক হাসি হেসে মুন্নির উত্তর, “বলা যায় না। আমি সবসময়ে বলি, আমি ভীষণ রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই বলা যায় না, হয়তো…।” মালাইকার এহেন জবাবেই বর্তমানে বলিপাড়ার অন্দরে ফিসফাস! তাহলে কি ‘মনের মানুষ’ খুঁজে পেলেন অভিনেত্রী? কৌতূহল তুঙ্গে।
২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। তবে বয়সের সেই ফারাকই কি তাঁদের সম্পর্কে অন্তরায় হলে দাঁড়াল? শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে দু’জনের বন্ধুত্ব যে অটুট, সেটা মালাইকার সৎ বাবার প্রয়াণের সময়ই বোঝা গিয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন