‘দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা!’, কানওয়ার যাত্রা নিয়ে যোগীর পুলিশর বিরুদ্ধে বিস্ফোরক ওয়েইসি

‘দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা!’, কানওয়ার যাত্রা নিয়ে যোগীর পুলিশর বিরুদ্ধে বিস্ফোরক ওয়েইসি

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানওয়ার যাত্রাপথে দোকানের বাইরে সাইনবোর্ডে দোকান মালিকের নাম-পরিচয় লেখার নির্দেশিকায় গত বছরই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই আদেশ পালন করছে না উত্তরপ্রদেশ সরকার। উলটে যোগী আদিত্যনাথের পুলিশ দোকানিদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা করছে। বিস্ফোরক অভিযোগ করলেন এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

বুধবার ওয়েইসি বলেন, “মুজাফ্ফরনগর বাইপাসে প্রচুর হোটেল রয়েছে। বহু পুরনো হোটেলগুলি। দশ বছর আগে এই পথে ‘কানওয়ার যাত্রা’ হত না। আগে শান্তপূর্ণ যাত্রা হত। কোনও রকম ঝামেলা ছিল না। এখন কেন সমস্যা হচ্ছে? এখন হোটেল মালিকদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হচ্ছে। এমনকী দোকান মালিকদের প্যান্ট খুলিয়ে হেনস্তা করা হচ্ছে।” মিম প্রধান আরও বলেন, “দোকান মালিকদের হেনস্তা না করে কর্তব্যপালন করা উচিত পুলিশের। ওরা চমক দেওয়ার চেষ্ট করছে। এমনকী সুপ্রিম কোর্টের আদেশ মানছে না। অনুমতি ছাড়া কারও হোটেলের ভিতরে ঢোকে কী করে? হোটেলে গিয়ে কারও ধর্ম জিজ্ঞাসা করা অন্যায়। কেন সরকার পদক্ষেপ করছে না?”

কানোয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকারের নির্দেশিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। দুই রাজ্যের সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, কাঁওয়ার যাত্রাপথে রাস্তার দু’ধারে যে সব খাবারের দোকান রয়েছে, সেই সব দোকানের বাইরে টাঙানো সাইনবোর্ডে দোকান মালিকের নাম-পরিচয় স্পষ্ট করে লিখতে হবে। সেই নির্দেশিকাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। নির্দেশিকার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও একটি মামলা করেছিলেন। গত বছর ২২ জুলাইয়ে এই বিষয়ে নির্দেশিকায় সুপ্রিম কোর্ট জানায়, কেউ যদি সদিচ্ছায় দোকানের বাইরে নাম-পরিচয় লিখতে চান, তাতে আপত্তি নেই। কিন্তু কাউকে জোরপূর্বক সরকারের নির্দেশ মানতে বাধ্য করা যাবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *