‘দেশের স্বার্থই সবার আগে’, রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ন্যাটো হুমকির কড়া জবাব ভারতের

‘দেশের স্বার্থই সবার আগে’, রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ন্যাটো হুমকির কড়া জবাব ভারতের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে ন্যাটোর হুমকি নিয়ে এবার পালটা সুর চড়াল ভার‍ত। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই বিষয়ে কোনও দ্বিচারিতা থেকে সতর্ক থাকা উচিত সকলের। দেশের স্বার্থ, দেশবাসীর জন্য় শক্তি সম্পদের জোগানের ব্যবস্থা সুনিশ্চিত করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসে বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, “এই বিষয়ে একাধিক রিপোর্ট আমাদের নজরে এসেছে। আগামী দিনে এই ইস্যুতে কী কী ঘটে, সেদিকেও লক্ষ্য রাখছি। তবে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমাদের দেশের মানুষের জন্য শক্তির জোগানের ব্যবস্থা সুরক্ষিত করাটা অবশ্যই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা সবসময়ে দেখব তৎকালীন আন্তর্জাতিক পরিস্থিতিতে বাজারের কেমন অবস্থা। তবে আমরা সতর্ক করে দিতে চাই, এই ইস্যুতে কোনওরকম দ্বিচারিতা যেন না হয়।”

উল্লেখ্য, বুধবার ন্যাটো প্রধান মার্ক রুট জানিয়েছিলেন ভারত, চিন, ব্রাজিল-সহ অন্যান্য দেশগুলি যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় সেক্ষেত্রে ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে। সরাসরি বলেন, “ভারতের প্রধানমন্ত্রী, চিনের প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রেসিডেন্ট, আপনারা যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান, ওদের থেকে তেল ও গ্যাস কেনেন সেক্ষেত্রে আপনাদের উপর ১০০ শতাংশ নিষেধাজ্ঞা জারি করা হবে। আপনারা জানেন মস্কোর ওই ব্যক্তি (ভ্লাদিমির পুতিন) কোনও রকম শান্তি আলোচনাকে গুরুত্ব সরকারে নেন না।”

প্রসঙ্গত, বর্তমানে নিজ দেশের চাহিদা মেটাতে রাশিয়ার ৭০ শতাংশ জ্বালানি তেল কেনে ভারত ও চিন। এই জ্বালানি তেল ও গ্যাসের বড় গ্রাহক ব্রাজিল-সহ আরও একাধিক দেশ। আমেরিকা মনে করছেন, ভারত ও চিনের এই জ্বালানি তেল কেনা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে পুতিনের ‘ব্যাক বোন’ হিসেবে কাজ করছে। ফলে ইউক্রেনের পাশে দাঁড়াতে গেলে এদের বিরুদ্ধে পদক্ষেপ করা জরুরি। উল্লেখ্য, পশ্চিমি চাপ সত্ত্বেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বিপুল পরিমাণ রুশ তেল আমদানি করেছে ভারত। এবার ন্যাটোর হুমকিতেও পিছু হটবে না ভারত, সেটাই স্পষ্ট করে দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *