দেশের ক্রিকেটে কি আরও বড় ভূমিকায় প্রত্যাবর্তন, ধোনিকে নিয়ে শুরু জল্পনা

দেশের ক্রিকেটে কি আরও বড় ভূমিকায় প্রত্যাবর্তন, ধোনিকে নিয়ে শুরু জল্পনা

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


বিশেষ সংবাদদাতা: মহেন্দ্র সিং ধোনি কি ভারতীয় ক্রিকেটের কাঠামোয় পুনরায় প্রত্যাবর্তন করতে চলেছেন? জাতীয় ক্রিকেটের সেট আপে কি তাঁকে আবারও দেখা যেতে পারে?

শনিবাসরীয় জাতীয় ক্রিকেটমহলের জল্পনা ধরলে, কোনও সম্ভাবনাই যে নেই, লেখা যায় না মোটে। বরং ওয়াকিবহাল মহলের কাছে খবর এসেছে যে, ধোনিকে নাকি ভারতীয় ক্রিকেটের সেট-আপে চাইছে বোর্ডের একাংশ। অবশ‌্যই গৌতম গম্ভীরের জায়গায় দু’বারের বিশ্বজয়ী অধিনায়ককে কোচ হিসেবে ভাবা হচ্ছে, তেমন নয়। কিন্তু বোর্ডমহলের কারও কারও ধারণা, ধোনিকে আসন্ন দিনে ভারতীয় ক্রিকেটের বড়সড় পদে যদি দেখা যায়, অবাক হওয়ার কিছু থাকবে না।

এমন নয় যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় টিমের সঙ্গে ধোনিকে কখনও দেখা যায়নি। গিয়েছে। ২০২১‌ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই তাঁকে ‘মেন্টর’ করে নিয়ে আসা হয়েছিল। সেই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ভারতকে। ধোনিও ছেড়ে দেন। কিন্তু অনেকের মতে, যদি এবার ক‌্যাপ্টেন কুলকে কোনও ভাবে ভাবা হয়, তা হলে হয়তো আরও বড় ভূমিকায় ভাবা হবে। অর্থাৎ, ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ জাতীয় কিছু। যেখানে ভারতের বিভিন্ন পর্যায়ের টিম তাঁর অধীনে থাকবে। সঙ্গে পাশাপাশি যদি তিনি মনে করেন, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন, অসুবিধে নেই।

তবে যে মহল থেকে এটা ভাসিয়ে দেওয়া হল, তাদের তরফেই স্মরণ করিয়ে দেওয়া হল যে, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। ধোনি নাকি এ মুহূর্তে বিদেশে। একটা প্রাথমিক প্রস্তাব নাকি ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রূপরেখা পাওয়ার মতো কিছুই এখনও হয়নি। আবার বোর্ডের আর এক পক্ষ বলছে, পুরোটাই ভুয়ো খবর। ধোনি আর গম্ভীরের সম্পর্ক কী রকম, নতুন করে বলার প্রয়োজন নেই। তা ছাড়া শর্ট টার্ম অ‌্যাসাইনমেন্ট হলে তবু ব‌্যাপার ছিল। কিন্তু ধোনিকে ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ করে আনা র মতো ‘লং টার্ম প্রোজেক্টের’ ভাবনা এখনই নেই।

নিশ্চিত করে বলার উপায় নেই, কোনটা ঠিক আর কোনটা ভুল। তবে যা রটে, তার কিছুটা তো বটে!



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *