‘দেশসেবা করুন, বাকি আমরা সামলাব’, প্রথমবার সেনা পরিবারের জন্য শুরু আইন সহায়তা প্রকল্প

‘দেশসেবা করুন, বাকি আমরা সামলাব’, প্রথমবার সেনা পরিবারের জন্য শুরু আইন সহায়তা প্রকল্প

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে তাঁরা দেশের জন্য লড়ছেন। অথচ দেশের অন্দরে উটকো আইনি ঝামেলায় সমস্যায় পড়তে হচ্ছে। কর্তব্যরত অবস্থায় মামলার দিনে হাজিরা দিতে না পারায় মামলা ঝুলে যায় বা ফলাফল বিপক্ষে যায়। এসব আইনি ঝামেলা থেকে সেনা পরিবারকে রক্ষা করতে এই প্রথমবার অভিনব প্রকল্প চালু হচ্ছে দেশের বিচারব্যবস্থার তরফে।

বিচারপতি ও আইনজীবীদের সর্বভারতীয় সংগঠন ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির (NALSA) তরফে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের নাম ‘NALSA বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’। ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটির কার্যকরী চেয়ারম্যান, বিচারপতি সূর্য কান্ত এই প্রকল্পের মূল হোতা। তিনিই সেনাকর্মীদের পরিবারকে আইনি সহায়তা দেওয়ার এই প্রকল্প ঘোষণা করেছেন। আগামী ২৪ নভেম্বর তিনি দেশের পরবর্তী প্রধান বিচারপতি পদে দায়িত্ব নেবেন।

সীমান্তে কর্তব্যরত সেনাকর্মীরা ঘরোয়া আইনি ঝামেলায় জড়িয়ে পড়লে তাঁদের আইনি সহায়তা দেবে NALSA। সেনাকর্মীদের উদ্দেশে ওই সংগঠনের বার্তা, “আপনারা দেশসেবা করুন। আপনার পরিবারের দেখাশোনা করবে বিচারবিভাগ।” সূত্রের দাবি, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীনই এই ধরনের প্রকল্পের কথা ভাবেন বিচারপতি সূর্যকান্ত। সেনা আধিকারিকরা আত্মত্যাগে মানসিকভাবে আলোড়িত হয়ে ওঠেন তিনি। ওই প্রকল্পের উদ্বোধন হল কাশ্মীরে। তাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার।

এই সহায়তা শুধু সেনা নয়, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি-র মতো আধাসামরিক বাহিনীর সদস্যদের জন্যও প্রযোজ্য হবে। তবে শুধুমাত্র যে সব আধাসেনা কর্মীরা চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করছেন তাঁরাই এই সুবিধা পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *