সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছর বাদে একমঞ্চে দেব-শুভশ্রী! অনুরাগীদের জন্য নিঃসন্দেহে পরমপ্রাপ্তি। নয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহের পর্দায় মুক্তির আলো দেখতে চলেছে ‘ধূমকেতু’। মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। তাই তো এবার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের প্রবেশপত্র ‘বিনামূল্য’ ঘোষণা হতেই ভক্তদের মধ্যে প্রায় কাড়াকাড়ি পড়ে গিয়েছে! দশ বছর বাদে সুপারহিট জুটিকে একমঞ্চে দেখার জন্য ভক্তদের অ্যাড্রিনালিন রাশ কতটা তুঙ্গে? জেলায় জেলায় টিকিট বিক্রির হিড়িক দেখেই সেটা পরিমাপ করা যায়।
আগামী ৪ আগস্ট কলকাতার নজরুল মঞ্চে ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। প্রায় হাজার দুয়েক অনুরাগীরা একসঙ্গে দেব-শুভশ্রী জুটিকে ফিরে পাওয়ার সুযোগ পাবেন। তবে তার জন্য সংগ্রহ করতে হবে প্রবেশপত্র। যদিও নির্মাতারা বিনামূল্যে টিকিট সংগ্রহ করার কথা ঘোষণা করেছিলেন, তবে মঙ্গলবার বেলা গড়াতেই জানা যায়, ১০ মিনিটের মধ্যে সমস্ত প্রবেশপত্র শেষ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রবেশপত্র জোগাড় করতে না পারা অনুরাগীদের মনখারাপ। শেষমেশ মাঠে নামেন দেব। টলিউড সুপারস্টার প্রতিশ্রুতি দেন, দ্বিতীয় পর্বের প্রবেশপত্র খুব শিগগিরিই সংগ্রহ করতে পারবেন তাঁরা। তবে সেটাও মিনিট খানেকের মধ্যেই শেষ হয়ে যায়। এটাও সম্ভব? প্রশ্ন উঠতেই চতুর্দিক থেকে অভিযোগের পাহাড়! জানা যায়, জেলায় জেলায় চড়া দামে বিকোচ্ছে বিনামূল্যের প্রবেশপত্র। এর টিকিট নিয়ে এহেন কারচুপি নজর এড়ায়নি নির্মাতাদের।
মঙ্গলবার রাতেই দেব সাবধান করে দিয়েছিলেন অনুরাগীদের যে, চড়া দামের টিকিটের ফাঁদে যেন তাঁরা পা না দেন। কারণ এই প্রবেশপত্র বিনামূল্যে। কিন্তু তাতেও নাকি লাভ হয়নি! ঘটনার জেরে এতটাই বিরক্ত প্রযোজক রানা সরকার যে, তিনি এসব কারচুপি বন্ধ না হলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদমাধ্যমের কাছে তিনি জানান, “এহেন অনেক অভিযোগ জমা পড়ছে। অনৈতিক কাজ যারা করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব আমরা। কড়া ভাষায় এটুকুই বলতে চাই যে, ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের প্রবেশপত্র আমরা বিনামূল্যে দিচ্ছি, তার জন্য টাকা খরচ করতে হবে না। টিকিট কেটে সিনেমাটা দেখতে যাবেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন