‘দেখব কত জাতীয়তাবাদ দেখাতে পারে’, অলিম্পিকেও বয়কট করুক ভারত, চ্যালেঞ্জ পাক প্রাক্তনীর

‘দেখব কত জাতীয়তাবাদ দেখাতে পারে’, অলিম্পিকেও বয়কট করুক ভারত, চ্যালেঞ্জ পাক প্রাক্তনীর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেজেন্ডস লিগে ভারত-পাক ম্যাচ বাতিল নিয়ে বিতর্ক ক্রমে বেড়েই চলেছে। এবার ভারতের সমস্ত ক্রীড়াবিদকেই তোপ দাগলেন প্রাক্তন পাক ব্যাটার সলমন বাট। তাঁর কথায় কেবল আইসিসি টুর্নামেন্ট নয়, বিশ্বের সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাতেই পাক প্রতিপক্ষের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিক ভারত। কতখানি জাতীয়তাবাদ দেখাতে পারে ভারত, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সলমন।

রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের। ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। কিন্তু প্রথমে শিখর ধাওয়ান ওই ম্যাচে নামতে আপত্তি জানিয়ে আয়োজকদের চিঠি লেখেন। এরপর একে একে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে আপত্তি জানান হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। শেষমেশ আয়োজকরা ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হন।

ম্যাচ বাতিলের পরই ভারতীয় ক্রিকেটারদের তুলোধোনা করেছেন প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি, আবদুর রউফ খানরা। একই সুরে এবার মুখ খুললেন গড়াপেটায় দোষী সাব্যস্ত সলমন। ভারতকে প্রচণ্ড আক্রমণ করে তিনি বলেন, “ভারতীয় দলের এমন আচরণ নিয়ে গোটা বিশ্ব কথা বলছে। ক্রিকেড় এবং ক্রিকেটভক্তদের প্রতি এটা কেমন বার্তা দিল ভারত? কী দেখাতে বা প্রমাণ করতে চায় ওরা? ওদের প্রমিস করা উচিত, যে বিশ্বকাপ বা কোনও আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না।”

শুধু ক্রিকেট নয়, ভারতের সব খেলাকেই নিশানা করেছেন সলমন। তাঁর কথায়, সবকিছুর আলাদা জায়গা থাকে। রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মিশিয়ে ফেলা উচিত নয়। কিন্তু ভারতীয় দল যখন সেটা করছে তাহলে অলিম্পিকের মতো মঞ্চেও পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের। প্রাক্তন পাক ব্যাটারের হুমকি, ‘দেখব কতটা জাতীয়তাবাদ দেখাতে পারে ভারত।’ তাঁর মতে, কয়েকজন ক্রিকেটারের চাপে পড়ে ভুগছেন বাকি ভারতীয় ক্রিকেটাররা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *