দুর্যোগের মুম্বইয়ে রাজহীন শুভশ্রী! একাই কফিতে চুমুক, বৃষ্টিভেজা মায়ানগরীতে কীভাবে দিন কাটছে?

দুর্যোগের মুম্বইয়ে রাজহীন শুভশ্রী! একাই কফিতে চুমুক, বৃষ্টিভেজা মায়ানগরীতে কীভাবে দিন কাটছে?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী। জলমগ্ন মুম্বইয়ের বহু এলাকা। লাল সতর্কতা জারি করে ইতিমধ্যেই শহরবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ স্কুল-কলেজ। অতিবর্ষণের জেরে জনজীবন বিপর্যস্ত হওয়ায় স্বাভাবিকভাবেই মুম্বইয়ের সিনেপাড়াও থমকে! এমতাবস্থায় দিন দুয়েক আগেই মায়ানগরীতে পা রেখেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কর্মসূত্রেই মুম্বইতে পাড়ি দিয়েছিলেন তবে একটানা বৃষ্টির জেরে সব পরিকল্পনা আপাতত বিশ বাঁও জলে!

স্বামী রাজ চক্রবর্তী কিংবা দুই সন্তান ইউভান-ইয়ালিনী সঙ্গে কেউ নেই, এবার মুম্বইতে পাড়ি দিয়েছেন শুভশ্রী। তবে বৃষ্টি সব প্ল্যান ভেস্তে দিলেও সেই অবসরকেই মন চাঙ্গা করার টনিকে পরিণত করলেন অভিনেত্রী। কখনও জানলার পাশে নিভৃতে বসে বৃষ্টিভেজা মায়ানগরীকে পাখির চোখে পরখ করছেন। তো আবার কখনও বা একাই কফি কাপে চুমুক দিতে দেখা গেল তাঁকে। আবার কখনও বা বরফের গোলাও চেখে দেখলেন। আরেক ফ্রেমে দেখা গেল শুভশ্রীর ‘জাদু’রূপ। তোয়ালে দিয়ে আপাদমস্তক ঢেকে পোশাকশিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী। অতঃপর মায়ানগরীতে একা থাকলেও শুভশ্রী যে এই বৃষ্টিভেজা দিনগুলি দিব্যি উপভোগ করছেন, তা বেশ বোঝা গেল। জানা গেল, এক বিজ্ঞাপনী ভিডিওর শুটের জন্যই মুম্বইতে গিয়েছেন শুভশ্রী।

এদিকে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে। মাত্র দিন চারেকের মধ্যেই ১০ কোটির গণ্ডি পেরিয়ে টলিউডে নতুন মাইলফলক গড়ল। ওপেনিং ইনিংসেই যদিও বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘ধূমকেতু’। তবে দেব-শুভশ্রী জুটির সেই বিজয়রথ এখনও অব্যাহত। প্রযোজনা সংস্থার পোস্টে দাবি, পয়লা দিনে ২.১৮ কোটি, দ্বিতীয় দিনে ৩.০৮ কোটি, তৃতীয় দিনে ১.৮৮ কোটি টাকা আয় করার পাশাপাশি চতুর্থ দিনে ৩.০২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ধূমকেতু’। অর্থাৎ মাত্র ৪ দিনেই ১০ কোটি আয় করে বাংলা সিনেমার ক্যাশবাক্স চাঙ্গা করল দেশু জুটি। যদিও বক্স অফিসের গ্রাফ কতটা ‘অর্গ্যানিক’? সে প্রশ্ন সিনেদুনিয়ায় নতুন নয়! তবে দেশু জুটির ‘ধূমকেতু’কে যে দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সেটা প্রেক্ষাগৃহের হাসি-কান্নার যাবতীয় ক্যামেরাবন্দি মুহূর্তই বলে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *