সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফাইনাল শেষের আগেই ভারতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি! আর তা দেখতে সাধারণ মানুষজনও ভিড় করছেন। কেউ ছবি তুলছেন। কেউ তুলছেন সেলফি। দুর্গাপুর শহরে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এই ঘটনায়। তাক লেগেছে বাসিন্দাদের।
দুবাইয়ের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হতে ভারত-নিউজিল্যান্ড। দেশ জুড়ে টানটান উত্তেজনা। ভারতের জয়ের লক্ষ্যে বিভিন্ন জায়গায় চলছে যজ্ঞ, পুজোপাঠ। বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামিকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। আরও উন্মাদনা দেখা দিয়েছে দুর্গাপুর থানা এলাকায়। কারণ, ওই এলাকার একটি মিষ্টির দোকানে তৈরি হয়েছে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’। ছানা ও খোয়া দিয়ে তৈরি হয়েছে এই ট্রফির আসলে মিষ্টি।

ভারতের ফাইনালে ওঠার পরেই ভাবনাচিন্তা শুরু হয়। যেমন ভাবা তেমন কাজ। দোকানের কারিগররা ছানা, খোয়া, চিনি দিয়ে কাজ শুরু করেন। ধীরে ধীরে ট্রফির আদল আসতে থাকে। এই মিষ্টির ট্রফি তৈরি করতে সময় লেগেছে তিন দিন। খরচ হয়েছে ১০ হাজার টাকা। সেটি তৈরির জন্য ১০ কেজি ছানা আর খোয়া লেগেছে। কিন্তু কেন এই ভাবনা? দোকানের মালিক দীপক নাথ বলেন, “আই লাভ মাই ইন্ডিয়া। আমরা দেশকে ভালোবাসি সেই জন্যই এই ট্রফি বানিয়েছি। আমরাও চাই দেশ চ্যাম্পিয়নস ট্রফি ছিনিয়ে নিক। সেজন্য এই ভাবনা।” কিন্তু কত দাম এই ট্রফির? দীপক নাথ জানিয়েছেন, কেবল দেখানোর জন্যই এটি বানানো হয়েছে। বিক্রির জন্য নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন