দুদশকে প্রথম ওয়েস্টব্যাঙ্কে ঢুকল ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী, প্রাণভয়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

দুদশকে প্রথম ওয়েস্টব্যাঙ্কে ঢুকল ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী, প্রাণভয়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই হুঙ্কার দিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবার ওয়েস্টবাঙ্কে ঢুকে হামলা শুরু ইজরায়েলের! গত ২০ বছরে এই প্রথমবার সেখানে ঢুকে পড়েছে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী। ইতিমধ্যেই প্রাণভয়ে ঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা।

কয়েকদিন আগেই ইজরায়েলে তেল আভিভে পর পর তিনটি বাস বিস্ফোরণে উড়ে যায়। ইজরায়েলি প্রশাসন জানায়, প্রথমে তিনটি বাস বিস্ফোরকে উড়ে যায়। আরও দুটি বাসেও বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বিস্ফোরকগুলো ফাটেনি। তবে ডিপোতে দাঁড়িয়ে থাকা বাসগুলো ফাঁকা থাকায় কোনও প্রাণহানি ঘটেনি। ঘটনাস্থল থেকে মোট চারটি বিস্ফোরক যন্ত্র উদ্ধার হয়েছে। তারপরই উচ্চ পর্যায়ের বৈঠকে ডাকেন নেতানিয়াহু। আলোচনার পর ওয়েস্টব্যাঙ্কে সামরিক অভিযানের নির্দেশ দেন তিনি।

রয়টার্স সূত্রে খবর, গত ২০ বছরে এই প্রথমবার সোমবার ওয়েস্টব্যাঙ্কে ঢোকে একের পর এক ইজরায়েলি ট্যাঙ্ক। দাবি করা হচ্ছে, নেতানিয়াহুর ফৌজের হামলায় নাকি ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কয়েক ডজন প্যালেস্তিনীয়। বিভিন্ন শহরের শরণার্থী শিবির থেকে হাজার হাজার বাসিন্দা পালিয়ে গিয়েছেন। এদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ জানিয়েছেন, গত মাস থেকেই হামাস এবং ইসলামিক জেহাদ-সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। জেনিন এবং তুলকারমের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর শরণার্থী শিবির ফাঁকা হয়ে গিয়েছে।

বলে রাখা ভালো, ইজরায়েলি ভূখণ্ডের বুকে মূলত গাজা ও ওয়েস্ট ব্যাঙ্কে প্যালেস্তিনীয়ের বাস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় হামাস। যার পালটা গাজায় যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু। সেই থেকে গাজার পাশাপাশি ওয়েস্টব্যাঙ্কেও হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা। কারণ তাদের অভিযোগ, গাজা থেকে পালিয়ে হামাস আশ্রয় ইচ্ছে এখানে। তাদের সঙ্গে রয়েছে ইসলামিক জেহাদ ও ইরানের মদতপুষ্ট অন্যান্য় জঙ্গি সংগঠনও। সন্ত্রাসীদের জাল ছিঁড়তে অভিযান আক্রমণ শানাচ্ছে তেল আভিভ। কিন্তু এই মুহূর্তে ওয়েস্টব্যাঙ্কে ইজরায়েলি ট্যাঙ্কবাহিনী দেখে আশঙ্কার প্রহর গুনছে আন্তর্জাতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *