‘দু’দলের বিশেষ পার্থক্য নেই’, ডার্বিতে ‘দুর্বলতা’ ঢেকে ‘শক্তি’ দেখাতে চান মোলিনা

‘দু’দলের বিশেষ পার্থক্য নেই’, ডার্বিতে ‘দুর্বলতা’ ঢেকে ‘শক্তি’ দেখাতে চান মোলিনা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


প্রসূন বিশ্বাস: মোহনবাগানের দুর্বলতা তিনি ধরে ফেলেছেন। ডুরান্ড কাপের মেগা ডার্বির ২৪ ঘণ্টা আগে একপ্রকার হুঁশিয়ারি দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তবে অস্কারের সেই হুঁশিয়ারি নিয়ে বিশেষ ভাবিত নন মোহনবাগান কোচ মোলিনা। নিজস্ব মেজাজেই তিনি বলে দিলেন, রবিবারের ডার্বিতে নিজেদের দুর্বলতা ঢেকে শক্তি দেখাবে তাঁর দল।

ডুরান্ডের আগে মোহনবাগানের থেকে প্রায় দেড় সপ্তাহ বেশি অনুশীলনের সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। সবুজ-মেরুনের তুলনায় লাল-হলুদ ফুটবলারদের মধ্যে বেশি সমন্বয় দেখা গিয়েছে। তবে তাতে ইস্টবেঙ্গল বিরাট সুবিধা পাবে, তেমনটা মানতে নারাজ মোলিনা। প্রতিপক্ষকে সমীহ করেও বাগান কোচ বলছেন, “ওরা হয়তো আমাদের থেকে সাত-আট দিন বেশি অনুশীলন করেছে। সেটা অল্প হলেও সুবিধা দিতে পারে। তবে বিরাট পার্থক্য হবে না।” মোলিনার কথায়, “দুই দলই পুরোপুরি ফিট নয়। এখনই ইস্ট বা মোহন কোনও দলেরই সেরা খেলাটা দেখা যাবে না। তবে ওদের আর আমাদের বিশেষ পার্থক্য নেই।”

ইস্টবেঙ্গল কোচ ব্রুজোর জন্যও সমীহই তুলে রেখেছিলেন মোলিনা। তিনি বলছেন, “উনি ভালো কোচ, আমাদের দুর্বলতা ধরে ফেলবেন স্বাভাবিক। আমাদের অবশ্যই দুর্বলতা আছে। আমরা মোটেই যন্ত্র নই। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় সবাই মানুষ। দুর্বলতা থাকবেই। তবে আমাদের শক্তিও আছে। সেটাই আমরা ম্যাচে দেখাব। সেই ভালো কোচ, যে দুর্বলতাগুলো ঢেকে রেখে শক্তিগুলোকে প্রকাশ্যে আনতে পারে।” এই ম্যাচে ইস্টবেঙ্গল পাবে না মহম্মদ রশিদকে। সেটাকে অবশ্য অ্যাডভান্টেজ ভাবতে নারাজ মোলিনা। তাঁর কথায়, দুদলের হাতেই পাঁচ বিদেশি। তাই পার্থক্য বিশেষ নেই। এদিন কোচের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন জ্যাসন কামিংস। তাঁর কথায়, কলকাতা ডার্বি এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ। এতে খেলতে সবাই মুখিয়ে থাকে। এবারও ব্যতিক্রম হবে না।

রশিদকে না পাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য যেখানে ধাক্কা সেখানে খানিক সুখবর পেয়েছে মোহনবাগান। মোলিনা জানিয়েছেন, ডার্বিতে খেলার জন্য সুহেল ভাট এবং টম অলড্রেড তৈরি। টম ফিট হয়ে যাওয়ায় রক্ষণ নিয়ে কিছুটা চিন্তা কমবে বাগান শিবিরের। তবে শুভাশিস বসু, মনবীর সিং এবং কিয়ান নাসিরিকে রবিবারও পাওয়া যাবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *