দুই ‘যোগ্য’কে সরিয়ে কেন টেস্ট অধিনায়ক গিল? নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন শেহওয়াগ

দুই ‘যোগ্য’কে সরিয়ে কেন টেস্ট অধিনায়ক গিল? নির্বাচকদের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন শেহওয়াগ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নাম ঘোষণা হয়েছে শুভমান গিলের। সহ-অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। যদিও গিলকে টেস্ট অধিনায়ক করা সঠিক সিদ্ধান্ত কি না, সেই নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। তাতে এবার শামিল প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগও। তাঁর মতে, টেস্ট অধিনায়ক হিসেবে গিল তৃতীয় পছন্দ হওয়া উচিত। তাহলে তাঁর আগে নাম আসবে আর কাদের?

ইংল্যান্ড সফরের দল ঘোষণায় নির্বাচক প্রধান অজিত আগরকর পরিষ্কার জানিয়েছিলেন, বুমরাহকে তাঁরা অধিনায়ক হিসেবে চান না। চোট-আঘাতের সমস্যা তার জন্য দায়ী। তবে অনেক মহল থেকে মনে করা হচ্ছিল, বুমরাহই ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার সবচেয়ে বড় দাবিদার। একই মত মনোজ তিওয়ারি ও শেহওয়াগের।

সম্প্রতি একটি আলোচনায় মনোজ বলেন, “অধিনায়ক হিসেবে গিল দ্বিতীয় পছন্দ। যে কি না প্রথম একাদশেই ঢুকতে পারবে না, তাকে কীভাবে অধিনায়ক করা যায়?” মনোজের সঙ্গে সহমত পোষণ করেও সহমত নন শেহওয়াগ। বুমরাহকেই তাঁর প্রথম পছন্দ। কিন্তু দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ভারতীয় পেসারকে রাখছেন না ‘নজফগড়ের নবাব’।

শেহওয়াগ বলেন, “বুমরাহকে অধিনায়ক না করার সিদ্ধান্তে কোনও ভুল নেই। তিওয়ারি বলল গিল দ্বিতীয় পছন্দ। আমি তো বলব গিলের নাম আসবে তৃতীয় নম্বরে। তার আগে রাখা উচিত ছিল পন্থকে। টেস্ট ক্রিকেটের জন্য পন্থ যা করেছে, তা আর কেউ করেনি। বিরাট কোহলির পর ওর খেলা দেখতেই সমর্থকরা পছন্দ করে। কিন্তু দুর্ঘটনার পর ওর প্রভাব কমেছে। তাই ওকে আপাতত সহ-অধিনায়ক করা হয়েছে।” উল্লেখ্য, আইপিএলের গুজরাট অধিনায়ক হিসেবেও গিলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শেহওয়াগ। তাঁর বক্তব্য ছিল, “গিল তৈরিই নয়।” যদিও ২৫ বছর বয়সি তারকার নেতৃত্বেই প্লে অফে যোগ্যতা অর্জন করেছে গুজরাট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *