দুঃসময় কাটাতে মা কালীর দ্বারস্থ, কালীঘাটে পুজো টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের

দুঃসময় কাটাতে মা কালীর দ্বারস্থ, কালীঘাটে পুজো টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। তাঁর অধীনে একের পর এক লজ্জার হারের মুখ দেখতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। সেই দুঃসময় কাটাতে এবার মা কালীর দ্বারস্থ টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে মহারণের আগে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এলেন গম্ভীর।

বুধবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ক্রিকেট ক্যালেন্ডারের হিসাবে দেখতে গেলে এই ম্যাচ যে ভারতের জন্য মহাগুরুত্বপূর্ণ, তেমন নয়। তবে গম্ভীরের জন্য এই ম্যাচ ভীষণই গুরুত্বপূর্ণ। আসলে সম্প্রতি একের পর এক হারে বিধ্বস্ত টিম ইন্ডিয়া। সেটা যদিও টেস্ট ফরম্যাট। সেই ফরম্যাটে যাঁরা খেলেন, তার প্রায় কোনও ক্রিকেটারই টি-২০ দলে নেই। তবে গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং স্টাফ একই রয়েছে। তাই চাপটা টিম ইন্ডিয়ার হেড কোচের উপরই। ইডেনে জয়ে ফিরতে মরিয়া গম্ভীর। সেকারণেই সম্ভবত ম্যাচের ২৪ ঘণ্টা আগে কালীঘাটে মা কালীর দ্বারস্থ হলেন টিম ইন্ডিয়ার হেড কোচ।

গম্ভীরের মা কালীর দ্বারস্থ হওয়াটা আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। আসলে আগামী কয়েক মাসের মধ্যেই টিম ইন্ডিয়ার হেড কোচ পদে গম্ভীরের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার, তারপর বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে এগিয়ে থেকেও সিরিজ হার এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ না পাওয়া, সব মিলিয়ে প্রবল চাপে গম্ভীর। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করে দেখাতে না পারলে কোচ গম্ভীরকে যে ছেঁটে ফেলা হবে, সেটা একপ্রকার স্পষ্ট। সম্ভবত সেকারণেই নিজের ভাগ্যবদলের চেষ্টায় গৌতি।

কলকাতার সঙ্গে অবশ্য গম্ভীরের সম্পর্ক দীর্ঘদিনের। কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন। নাইটদের আইপিএল দিয়েছেন। সে দিক থেকে দেখতে গেলে ইডেন গম্ভীরের জন্য পয়া। এবার দেখার সেই পয়া ম্যাচে গম্ভীরের ভাগ্যবদল হয় কিনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *