দীর্ঘ টালবাহানার পর সভাপতি নির্বাচনে তোড়জোড় বিজেপির, মোদি-ভাগবত বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত?

দীর্ঘ টালবাহানার পর সভাপতি নির্বাচনে তোড়জোড় বিজেপির, মোদি-ভাগবত বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস প্রধান দিল্লিতে। আগামী কয়েকদিন থাকবেন রাজধানীতে। এরই মধ্যে সভাপতি নির্বাচনের তোড়জোড় শুরু করল বিজেপি। দীর্ঘদিন ধরে যে সভাপতি নির্বাচনের কাজ আটকে, সেটাই হঠাৎ দ্রুততার সঙ্গে শুরু করল গেরুয়া শিবির। রাজধানীতে জল্পনা, মোহন ভাগবত দিল্লিতে থাকাকালীনই বিজেপি সভাপতির নামে সিলমোহর পড়ে যেতে পারে।

শনিবারই আরএসএস প্রধান মোহন ভগবতের দিল্লিতে যাওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উত্তরসূরি খুঁজতেই তাঁর দিল্লি যাত্রা বলে বিজেপি সূত্রের খবর। শোনা যাচ্ছে, শীঘ্রই মোদি-নাড্ডা বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই বিজেপি সভাপতির নামে সিলমোহর পড়বে।

যদিও সরকারিভাবে ওই বৈঠকের কথা এখনও কোনও তরফেই ঘোষণা করা হয়নি। সংঘ সূত্রের দাবি, ভাগবত আরএসএসের কাজেই দিল্লিতে। আগামী মাসের প্রথম সপ্তাহেই দিল্লিতে সংঘের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এই বৈঠক শুরু হবে ৪ জুলাই এবং চলবে ৬ জুলাই পর্যন্ত। দিল্লিতে নির্মিত আরএসএস-এর ভবন কেশব কুঞ্জে অনুষ্ঠিত হবে এই বৈঠক। সেখানে দেশের সমস্ত প্রান্ত প্রচারক, সহ প্রান্ত প্রচারক এবং ক্ষেত্র প্রচারক এবং সহ ক্ষেত্র প্রচারকরা হাজির থাকবেন। তাতেই অংশ নেবেন আরএসএস প্রধান। তবে একই সঙ্গে তিনি বিজেপি সভাপতি নির্বাচনের ব্যাপারটিও দেখবেন বলে মনে করা হচ্ছে।

একটা সময় বিজেপি সভাপতি হওয়ার দৌড়ে শিবরাজ সিং চৌহান, মনোহরলাল খাট্টার, ভুপেন্দ্র যাদবদের নাম শোনা গিয়েছিল। পরে তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। বিজেপিতে অঘোষিত নীতি বলে, দলের সংগঠনে বড় পদের কেউ মন্ত্রিসভায় থাকেন না। সেই সূত্র মেনে সভাপতি পদ ছাড়তে হয়েছিল অমিত শাহকেও। এখন শোনা যাচ্ছে, সভাপতি পদে হিন্দি বলতে পটু এমন কোনও দক্ষিণ ভারতীয়কে বসাতে পারে বিজেপি। আবার মহিলা বা দলিত মুখের কোথাও ভাবা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *