অর্ণব আইচ: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কন্ঠস্বরের নমুনা পেল সিবিআই। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে বিচারক হিমাদ্রীকুমার নাথ এবং ইনভেস্টিগেটিং অফিসারের উপস্থিতিতে রুদ্ধদ্বার কক্ষে তাঁর কন্ঠস্বর রেকর্ড করা হয়। নিয়োগ দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছনোর জন্য এটাই বড় হাতিয়ার বলে মনে করছে সিবিআই।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]