সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আগুন লাগার ঘটনা হাসপাতালে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এর মা ও শিশু বিভাগে বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসেস জানিয়েছে, বিকেল ৫টা ১৫ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে দশটি দমকল ইঞ্জিন পাঠানো হয়। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে।
এইমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটেনি। এই ওয়ার্ড থেকে রোগী এবং হাসপাতাল কর্মীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশপাশি হাসপাতালের চিকিৎসা পরিষেবাও যতটা সম্ভব স্বাভাবিক রাখা হয়েছে। এই আগুনে হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং মেরামতির কাজ চলছে।
এইমস নিয়মিত অগ্নি নিরাপত্তা অডিট ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। এই অডিটে বিদ্যুৎ সংযোগ এবং অগ্নিনির্বাপক যন্ত্রপাতির নিয়মিত পরীক্ষা করা হয়।
এর আগে গত ৩ জুলাই এইমস দিল্লির ট্রমা সেন্টারে আগুন লেগেছিল। সেদিন পাঁচটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। তখন দমকল জানায়, ট্রমা সেন্টারের একটি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল। সেই ঘটনাতেও কেউ আহত হননি। পরে এআইআইএমএস জানায়, ঘটনাটি জেপিএনএটিসি কমপ্লেক্সের ভিতরে এনডিএমসি ট্রান্সফর্মারে ঘটেছিল এবং অবস্থা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।