দিল্লির ৫ স্কুলে বোমাতঙ্ক! ১২ বছরের কিশোরকে আটক করল পুলিশ

দিল্লির ৫ স্কুলে বোমাতঙ্ক! ১২ বছরের কিশোরকে আটক করল পুলিশ

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে দিল্লির পাঁচটি স্কুলে বোমা হামলার হুমকি পাঠানো হয়। সেই ঘটনার তদন্তে নেমে এবার ১২ বছরের এক কিশোরকে আটক করল পুলিশ। কিন্তু কী কারণে সে ওই হুমকি পাঠিয়েছিল, তা এখনও জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

বুধবার সকালে দিল্লির দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং বসন্ত ভ্যালি স্কুলে হুমকি ইমেল পাঠানো হয়। এরপর একইরকম হুমকিবার্তা আসে মাদার্স ইন্টারন্যাশনাল স্কুল, রিচমন্ড গ্লোবাল স্কুল এবং সর্দার প্যাটেল স্কুলে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং সাইবার বিশেষজ্ঞ দল। স্কুলগুলি খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে চিরুনি তল্লাশির পরও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরে সবকটি হুমকিই ভুয়ো বলে জানা যায়। 

গত তিন দিনে দিল্লির ১০টি স্কুল এবং কলেজে একইরকম হুমকি মেল পাঠানো হয়। দিল্লির নেভি চিলড্রেন স্কুল এবং সিআরপিএফ স্কুলে বোমা হামলার হুমকি মেল আসে। মঙ্গলবার হুমকি মেল পায় সেন্ট স্টিফেনস কলেজ এবং চাওলার সেন্ট থমাস স্কুল। প্রতিটি ক্ষেত্রেই জানানো হয় স্কুলের মধ্যে রাখা রয়েছে আরডিএক্স এবং আইইডি। বারবার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন প্রশাসন। তবে এই হুমকিগুলিও ওই কিশোর পাঠিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *