সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৮ আসনের বিরাট জয়ের পর দেশের রাজধানী বাতাসে এখনও উড়ছে গেরুয়া আবির। তবে দিল্লি বিধানসভার ফলপ্রকাশের পর দুই সপ্তাহ কেটে গেলেও এখনও অধরা মুখ্যমন্ত্রী মুখ। অবশেষে সে জল্পনায় দাড়ি পড়তে চলেছে। বিজেপির তরফে জানা যাচ্ছে, সোমবারই প্রকাশ্যে আনা হবে মুখ্যমন্ত্রী মুখ। শুধু তাই নয়, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন ও শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে জানা যাচ্ছে বিজেপি সূত্রে।
৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে এবার ৪৮ আসনে বিরাট জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মাত্র ২২ আসন পেয়ে ক্ষমতাচ্যুত হয়েছে ২ বারের আপ সরকার। হেরেছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ারা। তবে বিজেপি দিল্লির দখল নিলেও মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। এই তালিকায় সবার প্রথমে রয়েছেন কেজরিকে হারানো নয়াদিল্লি আসনের জয়ী বিধায়ক প্রবেশ ভর্মা। পাশাপাশি সতীশ উপাধ্যায় এবং বীরেন্দ্র সচদেবও রয়েছেন তালিকায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মুখ কে হবেন সোমবারই দিল্লির কুর্সির কালো পর্দা উন্মোচন করা হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী কে হবে তা ঠিক করতে গত কয়েকদিন ধরে উঠেপড়ে লেগেছিল বিজেপি। অবশেষে সে বিষয়ে নাম চূড়ান্ত হয়েছে বলেই খবর। সব ঠিক থাকলে আজই সেই নাম প্রকাশ করা হবে। রাজৌরি গার্ডেনের বিধায়ক মনজিন্দর সিং সিরসা এদিন সংবাদমাধ্যমকে বলেন, আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারির মধ্যে দিল্লিতে সরকার গঠনের সমস্ত প্রক্রিয়া সমপন্ন হয়ে যাবে। বিজেপি সূত্রের খবর, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মতো দিল্লিতে থাকবে না কোনও উপমুখ্যমন্ত্রী পদ।
৭০ বিধানসভা আসনের ৪৮টিতে পদ্ম ফোটার পরই সরকার গঠন নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার দিল্লির সদরদপ্তরে বৈঠক রয়েছে বিজেপির শীর্ষ নেতাদের সেই বৈঠকের পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে গেরুয়া শিবির।